আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
71 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (56 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তায,,,আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আছি। গত মে মাসে আমার একটি মেয়ে হয় আলহামদুলিল্লাহ।  গর্ভকালীন সময়ে কিছু শারীরিক সমস্যা থাকায় বাচ্চা হওয়ার ২.৫ মাস আগেই মাতৃত্বকালীন ছুটি নিতে হয়েছে। এখন মাতৃত্বকালীন ছুটি শেষ এবং আমার মেয়েও খুব ছোট।  এই সমস্ত বিষয় অবহিত করে আমি আমার উর্ধতন কর্মকর্তাকে অনুরোধ করেছি ছুটি বাড়িয়ে দিতে। তিনি বলেছেন যদি মেডিকেল লিভ হয় তাহলে ছুটি দিতে পারবে। মানে সিস্টেম টা এমন যে,,,তারাও জানে আমার মেডিকেল লিভের দরকার নেই,আমিও জানি আমার মেডিক্যাল লিভের দরকার নেই। কিন্তু তারপর ও যদি আমি ছুটি নিতে চাই তাহলে মিথ্যা মেডিক্যাল সার্টিফিকেট এর ব্যবস্থা করতে পারলে তারা আমাকে ছুটি দিবে,,,,। অথচ আমার মেয়ে খুব ছোট এবং এখনো বুকের দুধ খায়,,,এই টুকুই যথেষ্ট ছিলো ছুটির জন্য। কিন্তু সরকারি চাকরিগুলোতে অর্জিত ছুটি না থাকলে এভাবে মিথ্যা সার্টিফিকেট বানিয়ে ছুটি নেয়া এখন খুব স্বাভাবিক হয়ে গেছে। আমার সামগ্রিক অবস্থা এবং বাংলাদেশের এর সিস্টেম- সব দিকে বিবেচনা করে মেডিকেল লিভ নিতে চাইলে সেটা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (589,140 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফ্রিমিক্সিং পরিবেশে চাকুরী করা কখনো জায়েয হবে না। ফ্রি মিক্সিং পরিবেশ ব্যতীত পর্দা সম্মত হালাল যেকোনো চাকুরী করতে পারবে। তবে অবশ্যই পিতা বা স্বামীর অনুমতি সাপেক্ষ্যে। বিনা প্রয়োজনে চাকুরীতে না যাওয়াই উত্তম।যদি ফ্রি মিক্সিং চাকুরী করা ব্যতীত খোরাকীর অন্য কোনো ব্যবস্থা না থাকে,তাহলে ইস্তেগফারের সাথে রুখসত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/89150

আল্লামা ইবনূল কাইয়ূম রাহ বলেনঃ
ﻳﺠﻮﺯ ﻛﺬﺏ ﺍﻹﻧﺴﺎﻥ ﻋﻠﻰ ﻧﻔﺴﻪ، ﻭﻋﻠﻰ ﻏﻴﺮﻩ ﺇﺫﺍ ﻟﻢ ﻳﺘﻀﻤﻦ ﺿﺮﺭ ﺫﻟﻚ ﺍﻟﻐﻴﺮ ﺇﺫﺍ ﻛﺎﻥ ﻳﺘﻮﺻﻞ ﺑﺎﻟﻜﺬﺏ ﺇﻟﻰ ﺣﻘﻪ،
একমাত্র মিথ্যার মাধ্যমে হক্ব(অধিকার রক্ষা)পর্যন্ত পৌছা নির্দিষ্ট হলে নিজের উপর বা অন্যর উপর মিথ্যা বলা জায়েয যখন এতে অন্যর কোনোপ্রকার ক্ষতি হয় হবে না।(যাদুল মা'আদ-২/১৪৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/644

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এভাবে মেডিকেল লিভ দেখানো ধোকা ও প্রতারণা হবে হ্যা, যদি কেউ নিতান্তই অপারগ হয়, তাহলে মেডিকেল লিভ নিতে পারবে,তবে ঐ দিন সমূহের বেতন ভাতা সরকারকে ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দেয়া সম্ভব না হলে সদকাহ করে দিতে হবে। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...