আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারকাতুহ। পরিবারে পুত্র সন্তান না থাকায় বংশীয় আত্নীয় স্বজনের দ্বারা বিভিন্নভাবে হেনস্থা হতে হয়। যেমন: তারা আমাদের বাসার পাশে বাঁশ গাছ লাগিয়ে ঘরের ক্ষতি করা এবং তখন কোনো প্রতিবাদ করলে দলবল নিয়ে মারার জন্য তেড়ে আসা, সুযোগ পেলেই রাস্তা বন্ধের হুমকি দেয়া(যদিও রাস্তা সবাই জায়গা ছেড়ে তৈরি করা হয়েছে), কোনো কারণে নিজেদের কোনো সমস্যা হলে বাড়ির পাশে এসে অপ্রীতিকর ভাষায় গালি দেয়া(আমার চাচাদের মধ্যে ২জনের নারী ঘটিত কারনে জেলে যাওয়ার এবং মানুষের গনধোলাই খাওয়ার ঘটনা আছে), সুযোগ পেলে আমার বাবাকে বলে, 'মারা গেলে আপনাকে কে কবর দিবে?' সবচেয়ে বেশি খারাপ লাগে, প্রকাশ্য তাদের এতো অন্যায় দেখেও আমাদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নেই। কাউকে বললে শুধু বলবে ধৈর্য্য ধরতে। যখন আমাদের কোনো গাছের ডাল রাস্তার ওপর একটু যাবে তখন ধৈর্য্য ধরার যারা পরামর্শ দেয় তারাই আসবে আমাদের বিচার করতে যে কেন ডাল বাইরে গেল আর কখন আমরা ডাল কাটাবো। কিছুদিন আগে আমরা চেয়েছিলাম চেয়ারম্যান ডেকে এইসব সমস্যার সমাধান করতে। কিন্তু, আমাদের মতো সম্ভ্রান্ত বংশের বিচার চেয়ারম্যান করলে নাকি মান ইজ্জত যাবে। চেয়ারম্যান ডাকার কারণে তারা আমাদের বিচার করল জঘন্যভাবে। আমার বাবা বংশের বড় সন্তান। ওনাকে অপমান করল। আব্বু অনেক কথা বলেন যে তিনি অনেক কিছু করবেন, কিন্তু ঘাবড়ে যান মেইন সময়। দীর্ঘ সময় ধরে এই মানুষগুলোর এই ব্যবহারে অতিষ্ট হয়ে গেছি। নিজেদের সক্ষমতা থাকলে অন্য জায়গায় চলে যেতাম একেবারে। নিজেদের মান সম্মান বলতে এখন কিছু নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, এনাদের এইসব থেকে এইসব বাজে শব্দ, এইসব মানসিক টর্চার থেকে বাঁচার জন্য পরামর্শ চাচ্ছি। এছাড়া আমাদের তিন বোনের যাতে আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন সেজন্য দোয়া চাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন প্লিজ।