আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারকাতুহ
১.ওস্তাদ কোরআনে আছে কাউকে মন্দ নামে ডাকা ঈমান আনার পর খুবই নিকৃষ্ট। মনে করুন কারণ আমি ইমতিয়াজ বা ছাকিবা এখন আমি যদি তাদের নামে শর্ট করে ইমতি বা ছাকি বলে ডাকি, তাহলে কি গুনাহ হবে? আবার কারো নাম তিথি হলে ডাক নাম হিসেবে ডোগা বলে ডাকলে কি গুনাহ হবে? এগুলো বলে ডাকলে যদি তারা মন খারাপ না করে তাহলে কি গুনাহ হবে,
আমার কি করা উচিত জানতে চাই
২.পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা কি ফরজ নাকি ওয়াজিব??কেউ যদি ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়ে মসজিদে না যেয়ে তাহলে কি সে গুনাহগার হবে