আসসালামু আলাইকুম, হুজুর। আমি একজন অবিবাহিত মেয়ে। আলহামদুলিল্লাহ, আমি দ্বীন মেনে চলার চেষ্টা করি। আমি কখনোই জন্মদিন উদযাপন করার পক্ষে নই। কিন্তু আজ ভোর রাতে আমি স্বপ্নে দেখেছি আমি আমার পরিবারের কাছের কারোর কিংবা আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে গিয়েছি। কিন্তু সেখানে সবাই আমার পুরো পরিবারের লোকজনই ছিল। সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে কেক কেন হয়েছিল যার মধ্যে শুধুমাত্র আমাকেই বেশ কিছু কেক উপহার হিসাবে দেওয়া হয়েছে। দেখতেও খুবই সুন্দর কেকগুলো।
আমি জন্মদিন পালন করা পছন্দ না করার স্বত্বেও এমন স্বপ্ন দেখেছি। আর আমি সিউর যে এটা আমার কল্পনাপ্রসূত নয়। এটা কী কোন ধরনের সমস্যা বয়ে আনবে? অনুগ্রহ করে যদি আমার স্বপ্নের ব্যাখ্যাটা একটু দিতেন তাহলে খুব উপকার হতো। অত্যন্ত পেরেশানির মধ্যে আছি কারণ বেশির ভাগ সময়ই আমার স্বপ্ন সত্যি হয়।
(বি. দ্র.: হুজুর গতকাল রাতে যখন আমি ঘুমাতে যাই তখন এমন একটি কাজ থেকে আজীবনের জন্য সরে এসেছি যা আমার রব পছন্দ করেন না। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার পছন্দের সেই কাজ ছেড়ে দিয়েছি, আমার কষ্ট হওয়া স্বত্তেও।)
অনুগ্রহ করে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা দিবেন, ইন শা আল্লাহ। জাজাকুমুল্লাহ খইর।৷