বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
□ আল্লাহর রাস্তায় উত্তম জিনিসটা ব্যয় করতে হবে।
আল্লাহ তায়ালা বলেন-
يَا
أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا
أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ
وَلَسْتُم بِآخِذِيهِ إِلَّا أَن تُغْمِضُوا فِيهِ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ
غَنِيٌّ حَمِيدٌ
হে ঈমানদারগণ! তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি
তোমাদের জন্যে ভূমি থেকে উৎপন্ন করেছি, তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় কর এবং তা থেকে নিকৃষ্ট জিনিস ব্যয় করতে মনস্থ
করো না। কেননা,
তা তোমরা কখনও গ্রহণ করবে না; তবে যদি তোমরা চোখ বন্ধ করে নিয়ে নাও। জেনে রেখো, আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত। সূরা বাকারা, আয়াত নং-২৬৭
□ আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে সাতশ গুণ পর্যন্ত বৃদ্ধি
পায়।
আল্লাহ তায়ালা বলেন-
مَّثَلُ
الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ
أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ
يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন
সম্পদ ব্যয় করে,
তাদের উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি
দানশীল,
সর্বজ্ঞ। সূরা বাকারা, আয়াত
নং-২৬১
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদে দানকৃত টাকা শুধু মসজিদ বা মসজিদের
আনুষাঙ্গিক কাজেই ব্যবহার করতে হবে। অন্য কাজে ব্যবহার করা জায়েজ নাই। সুতরাং প্রশ্নোক্ত
ক্ষেত্রে মসজিদের টাকা বন্যার্তদেরকে দেওয়া যাবে না। বরং বন্যার্তদের জন্য আলাদা নফল
দান সদকা ইত্যাদি করা যেতে পারে। আবার কেউ যাকাতের হকদার হলে তাকে যাকাত ফান্ড থেকেও
দেওয়া যেতে পারে।