আসসালামু আলাইকুম ওস্তাদ,
আমার অনেক আগে থেকে সমস্যাটা হচ্ছে, আমি কোন বিপদ আগাম বুঝতে পারি, বিপদ বা কষ্ট পাওয়ার আগে, আমার মনের মধ্যে এত পরিমানে কষ্ট হয় খারাপ লাগে, বারবার কান্না আসে, ইদানিং মনে হয়, সিরিয়াস কিছু স্বপ্ন দেখি, যেমন আমার বোনের বেবি, ক্রিটিকাল সিচুয়েশনে ছিল, রেজাল্ট এসেছিল খারাপ, আমি রাতে স্বপ্ন দেখলাম, ওর বেবিটা আছে, আর মনের মধ্যে কেমন যেন শান্তি শান্তি মনে হয়,পড়ে দুইদিন পরে টেস্ট করার পরে দেখি রেজাল্ট খুবই ভাল এসেছে,
আমার অনেক সমস্যা আছে, যখন খারাপ কিছু হয় বুকের মধ্যে যখন অসহ্য যন্ত্রণা হতে থাকে তখন আল্লার কাছে আমি বিপদ মুক্তির জন্য বলতে থাকি, আমি মূলত নিজের বিপদ টাই আগে বুঝতে পারি, আমি যত এবাদত করি, যেমন:এই ২২ তারিখে আমার শ্বশুরবাড়ি একেবারে নিয়ে যাওয়ার কথা ছিল, সবাই কান্নাকাটি করলেও আমার মনের মধ্যে কোন অনুভূতি ছিল না, মনে হচ্ছিল যাওয়া হবে না, সব ঠিক থাকার সত্ত্বেও ২২ তারিখে যাওয়া হলো না,
আবার ১৮ তারিখে রাতে তাহাজ্জুদ পড়ার পরে থেকে মনের মধ্যে এতই অশান্তি লাগছিল ঠিক ঐ দিন দুপুরে আমার শাশুড়ির সাথে সামান্য একটা কথা উত্তর দেই, এটার জন্য আমার মাফ চেতে হয়, শুধু বলেছিলাম মা বাড়ি বানানোর কাজটা অন্যভাবে করলে হয়তো ভালো হয়, আমি বুঝতে পারিনি এটার জন্য আমার মানসিক অশান্তিতে ভুগতে হবে, এত কষ্টে ছিলাম
আমি ভালো বান্দা না, নামাজ পড়ার সময় মনোযোগ আসে না, প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, কোরআন ভুল পড়িএখনো ঠিক হয়নি, কিন্তু আমি ছোট থেকে ভালো খারাপ কারো কথার উত্তর দেই না, আমাকে কেউ মানলেও আমি আক্রমণ করি না, কেউ খারাপ কথা বললেও আমি জানি আমি সঠিক তা খারাপ ব্যবহার করিনা , কিন্তু আমি জানি আল্লাহ সব জানেন দেখেন, তারপরেও আমি নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমি সবকিছু বলতে থাকি, অনেক শান্তি লাগে, জানি আল্লাহ সব জানে তারপরও উনাকে বলতে আমার ভালো লাগে, খুশির কারণ হলে শুকরিয়া আদায় সেজদা দেই
এ সমস্যার জন্য অনেকেই বলে আমি নাকি খারাপ বান্দা, অতিরিক্ত পাপী বান্দারা আল্লাহর কাছে কিছু চেলে, আল্লাহ নাকি ফেরেশতাকে বলেন এই বান্দার ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করে দাও, মুখে থেকে দুর্গন্ধ বের হয়, নেক্কার বান্দা আল্লাহর কাছে কিছু আবদার করলে আমার এতই ভালো লাগে বারবার ওই ব্যক্তির কথা শুনতেও তা খারাপ লাগে না,
আমার অনেক ইচ্ছা দেরিতেও হয় আবার তাড়াতাড়ি পূরণ হয় আমি আসলে সঠিক হাদিস জানিনা, আমি ২৭ বছর জীবনে, আল্লাহর কাছে বলেছি এমন কিছু পাইনি এটা হতেই পারে না, তিন বছর চার বছর পরে হলেও পেয়েছে,আলহামদুলিল্লাহ, নামাজ বাদ যাবে এটা আমি কোন ভাবে মেনে নিতে পারি না, নামাজ আমার পড়তেই হবে, ফেসবুকেতে দেখেছি দুই ধরনের মানুষ তাহাজ্জুদ নামাজ আদায় করে, খারাপ বান্দাও না কি করে, ভালো বান্দাও নাকি করে?
এখন ওস্তাদ আপনার কাছে কি মনে হয়, সবার কথা মত কি আমি আসলেই খারাপ বান্দা, একজন খারাপ বান্দার কি এরকম লক্ষণ দেখা দেয়? আমি কারো সাথে খারাপ ব্যবহার করে বেশিক্ষণ টিকতে পারি না যতক্ষণ মাফ না চাবো ততক্ষণ মনের মধ্যে অশান্তি লাগে,আমি সহজে কারো কথার উত্তর দেই না, ভুল করে সব সময় তাদের কাছে গিয়ে মাফ চেয়েছি, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে কারো সাথে উচু গলায় কথা বললে আমি তার কাছে গিয়ে মাফ চাই।তুই যে মাফ চাবে এটা সবাই জানে, আমি সবার হাসির কারণ।
আল্লাহকি আমার উপরে নারাজ?, তা বুঝার কি কোন উপায় আছে?, নারাজ থাকলে আমার করনীয় কি, আমি কেন এগুলো বুঝতে পারি? অনেকে বলে আমি খারাপ, অনেকে বলে আমার মন খুব ভালো, সাহায্য করুন আমি অনেক মানসিক অশান্তির মধ্যে আছি, মাঝে মাঝে রাগে মনে মনে ইচ্ছা মতো বকি,সামনে তো বলতে পাড়ি না,আরেকটা সমস্যা হলো আমি কার উপকার করলে, বা কাউকে কিছু দান করলে, মনে থেকেই দান করেছি, কিন্তু কিছুক্ষন পরে মনে হয় আমি তো সোয়াবের জন্য করেছি, কিন্তু আমি জানি আমি সোয়াবের জন্য করি নাই, বারবার এমন অশান্তি হতেই থাকে,জানি আমাকে শয়তান এমন করছে, কিন্তু আমি কনফিউজড হয়ে যাই, আমি আসলে দান করেছি নাকি সয়াব এর জন্য দিয়েছি
আমি কোনটা বিশ্বাস করব বুঝতে পারছি না, বুঝার জন্য একটু ডিটেলসে বলেন ওস্তাদ, ভুল হলে মাফ করবেন,