উস্তাদ আসসালামু আলাইকুম।
আমার শ্বাশুড়ি উনার ব্যাংকের এটিএম কার্ড ডাকাত আসার ভয়ে লুকিয়ে রেখেছিলেন। এখন কোথায় রেখেছেন বলতে পারছেন না। সারা ঘর খুঁজে পাচ্ছেন না।
এখন উনি ইউটিউবে দুইটা আমল দেখেছেন।
১. ইয়া হাক্কু একটা কাগজের চার কোণায় লিখে মাঝখানে "হারানো বস্তুটির নাম" লিখতে। মাঝ রাতে দুই রাকাত নফল নামাজ পড়ে কাগজটি হাতে নিয়ে দুয়া করতে।
২. একটি কাগজে আয়তুল কুরসি লিখে সেটি বালিশের নিচে রেখে ঘুমাতে।
এখন তিনি আমাকে বলেছেন এগুলো কাগজে লিখে দিতে।
আমার প্রশ্ন হচ্ছে
১.এই আমল গুলো কি করা যাবে? নাকি এগুলো বিদআত হবে?
২. যদি করা না যায় তাহলে উনাকে কি আমল করতে বলবো?
৩. আর সেই আমল উনার বদলে আমি করলে হবে কিনা (আমরা আলাদা বাসায় থাকি)