১.দেশের নানান দুর্যোগের সময় দেখা যায়,মাঠপর্যায়ে মেয়েরা কাজ করে ভলান্টিয়ার হিসেবে। এটা কি জায়েজ? জায়েজ না হলে,দুর্যোগকালে মেয়েদের কাজের গন্ড কতটুকু,বিশদ বললে ভালো হয়।
২.ত্রাণ সংগ্রহের অংশ হিসেবে কোনো মহিলা(২৩ বছর বয়স) যদি এলাকার স্কুলগুলোতে গিয়ে শিক্ষকদের সাথে এব্যাপারে কথা বলে কালেকশনের ব্যবস্থা করে সেটা কি তার জন্য জায়েজ হবে? এবং এতে কি পর্দার বিধান লঙ্ঘিত হবে?
৩.পারিবারিকভাবে চাপের কারণে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন একজন (মেয়ে)।তিনি কি সাধারণ স্কুল-কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত হতে পারবেন? এটা একটু বিশদভাবে বলার অনুরোধ।(তিনি মোটামুটি মাহরাম,নন-মাহরাম মেনে চলেন)
৪. বিশ্ববিদ্যালয়-বাড়ি যাতায়াতকালে মাহরাম সঙ্গে থাকেন না।পরিবার বিষয়টির গুরুত্ব বুঝে না।বুঝলেও ডাবল ভাড়া লাগবে বিধায় ম্যানেজ করতে পারে না।এখন,প্রতিবার যাতায়াতকালে যে গুনাহ হচ্ছে, তার জন্য কী করণীয়?
(উল্লেখ্য,পড়াশোনা এখন বন্ধ করতে পারবে না।প্রায় শেষের দিকে।পরিবার থেকে জোর করে ভর্তি করিয়েছিল।পরিবার থেকে চাকুরির জন্যও চাপ দেয় এবং আর্থিক অবস্থা ভালো নয়।বাবা বেঁচে আছেন।কাজ করেন।কিন্তু অনেক ঋণ রয়েছে।মেয়ে পরিবারের বড়)