আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
মহতারাম আমার কিছু মাসলা মাছায়েল জানার প্রয়োজন।
জিজ্ঞাসা ১ঃ
আমি একজন প্রবাসি ব্যাবসায়িক। আমি যেই দেশে থাকি এদেশে কিছু পরিমাণ বাংলাদেশী প্রবাসী বাস করে যাদের মধ্যে অনেকেই অবৈধ ভাবে বসবাস করছে। এইখানে অবৈধ ভাবে যারা বসবাস করে তাদের জন্য বৈধ পথে (ব্যাংক বা পোস্ট অফিস এর মাধ্যমে) বাংলাদেশে টাকা পাঠানোর কোন ব্যবস্থা নেই। তারা এই দেশ থেকে টাকা পাঠাতে গিয়ে অনেক মানুষের কাছে প্রতারণার শিকার হয়েছে।পরবর্তীতে তারা আমার কাছে এসে সাহায্যের জন্য বলে। আমি বিভিন্ন জনের মারফতে (৩ নং পয়েন্ট এ তা উল্লেখ করা হয়েছে) টাকাগুলো বাংলাদেশে পাঠিয়ে দেই। (বিঃ দ্রঃ তাদের কাছ থেকে এর জন্য কোনো সার্ভিস চার্জ ও নেই না)
আমি যে তাদেরকে সাহায্য করি এটা কি জায়েজ হবে?
জিজ্ঞাসা ২ঃ
আমরা এদেশ থেকে যারা বাংলাদেশের ব্যবসা করি। আমরা বাংলাদেশ থেকে LC রিসিভ করি কিন্তু বাংলাদেশের ব্যাংক আমাদেরকে বড় অংকের LC দেওয়ার সামর্থ্য হয় না কারণ বাংলাদেশে ডলারের সংকট থাকে সবসময়। আমরা ব্যবসা টিকানোর জন্য ন্যায্য মূল্য থেকেও কম দাম ধরে LC সাবমিট করি তখন সহজে আমরা LC পেয়ে যাই।
এভাবে ব্যবসা ব্যবসা করা কি আমাদের জন্য জায়েজ হবে ?
জিজ্ঞাসা ৩ঃ
আমরা LC তে দেওয়া টাকা ব্যংক থেকে পেয়ে যাই বাকি টাকা এখানে সমস্যা জড়িত লোকদের কাছ থেকে হ্যন্ড ক্যাশ নিয়ে নেই। এবং সমপরিমাণ টাকা (ইন্টারনেট এর রেইট অনুযায়ী) বাংলাদেশে এ দিয়ে দেই।
এটা কি আমাদের জন্য জায়েজ হবে?