আমার ইচ্ছা ছিল অভিনয় করা কিন্তুু একজন মুসলিম হয়ে তো প্রচলিত যে সিনেমা তৈরি হয় তা সম্পূর্ণ হারাম নারী মিউজিক যুক্ত। আমার এই ইচ্ছে পূরনের জন্য এবং আমি দেখাতে চাই অশ্লীতা ছাড়া নারী, মিউজিক ছাড়া সিনেমা,নাটক,সর্ট ফিল্ম বানানোর যায়।চিন্তা ২ বছর মাথায় ঘুরতেছে।প্রশ্ন হলো
১/ নারী,মিউজিক, অশ্লীলতা ছাড়া সিনেমা, নাটক বানানো যাবে?
২/ সিনেমার টপিক হবে।যেমন:দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে যেমন (আয়না ঘর), দূনীতি নিয়ে, বিভিন্ন অনিয়ম নিয়ে,মাদক নিয়ে,রাজনৈতিক ঘটনা নিয়ে
৩/ সিনেমায় বিভিন্ন মেসেজ থাকবে। এবং অন্যায় এর শেষ পরিনতি ইত্যাদি
এভাবে বানানো যাবে কি। জায়েজ হবে।