আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার স্বপ্নটা বেশ কিছু সময় আগের কিন্তু ভুলতে পারছিনা। আমি দেখেছি, আমি ভার্সিটিতে নামাজ ঘরে নামাজ পড়তে যাচ্ছি। ভবন থেকে বের হওয়ার সময় দেখলাম ভবনের নিচ তলায় সফেদ, পাঞ্জাবি, টুপি, দাঁড়িওয়ালা একজন বৃদ্ধ মানুষ সম্ভবত দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এমন সময় আমাকে দেখে বললেন, "তোমার কাছ থেকে আল্লাহ খিদমত নিবেন।" কথাটা একাধিকবার বললেন। আমি শুনে খুব খুশি হলাম। আবার ভাবলাম আমার তো কোন যোগ্যতাই নাই হয়ত আমার সন্তানদের রব্ব খিদমতে কবুল করবেন ইনশাআল্লাহ। এসব ভাবতে ভাবতেই নামাজ ঘরে ঢুকেই দেখি একজন খুবই সুদর্শন পুরুষ নামাজ পড়ছেন। ঢুকতেই তাকে মুখোমুখি দেখলাম। (আমাদের নামাজ ঘরের দরজা পশ্চিম মুখী)। সাদা, পাঞ্জাবি, পাজামা, টুপি পড়া। আর খুবই সুন্দর কন্ঠে সূরাহ ফুরকানের ৭৪ নম্বর আয়াত তিলাওয়াত করছিলেন। এরপর আরও ৩ টার মত আয়াত তিলাওয়াত করলেন। আর এসময় আমার দিকে তাকিয়ে হেসে হেসে তিলাওয়াত করছিলেন। আমিও তার দিকে তাকিয়ে হাসছিলাম। কয়েক কদম এগুলাম। প্রথমেই নিকাব উঠানো ছিল বলে জড়তা লাগলেও পরে দেখলাম উনি ওখানেই শুয়ে শুয়ে আমাকে একটা গল্প বলছেন। আর আমি পাশে বসে শুনছিলাম। গল্পটার শেষটা এমন ছিল যে, "রাজা তার প্রিয় ঘোড়াগুলোকে মেরে ফেলার আদেশ দিলেন। এটা যদিও খুবই কষ্টকর কিন্তু এতেই ঘোড়াগুলোর জন্য বা সার্বিক কল্যাণ নিহিত আছে।" এখান থেকে শিক্ষণীয় কিছু বুঝাচ্ছিলেন। তারপর আমি তাকে বললাম একটু আগে একজন মানুষ আমাকে এরকমটা বলেছেন। উনি কে? তিনি শুনেই উঠে বসলেন আর প্রায় কান্না করেই আমার দুইহাত ধরে বললেন উনাকে যেন মাফ করে দেই। আর যাকে দেখেছি তার একটা নামও বললেন। বললেন, তাকে আমি কিভাবে দেখতে পারি? উনি তো মারা গেছেন! কেউ কেউ নাকি উনাকে দেখার কথা বলে। কিন্তু, উনি যে এভাবে আমার হাত ধরে আবেগী হয়ে অসম্ভব শ্রদ্ধা, বিনয়ের সাথে ক্ষমা চাইলেন আমার খুব খারাপ লাগতে শুরু করল।
উস্তাদ এই স্বপ্নের ব্যাখ্যাটা দিলে মুনাসিব হত ইনশাআল্লাহ।