আমি যদি ডিজিটাল মার্কেটপ্লেসে কোনো ওয়েবসাইটে seo কাজ করি,সেই ওয়েবসাইট যদি google adsense  এর মাধ্যমে টাকা ইনকাম করে তাহলে তাকে সহযোতগিতা করার কারণে আমার ইনকাম কি হালাল হবে? আর প্রায় সব ওয়েবসাইট গ্রো করাতে চায়।আমরা জানি বেশিরভাগ ওয়েবসাইট জ্ঞানমূলক আর ব্যাবসাহিক হয়।আর ব্যাবসাহিক থাকলে তো হালাল হবেই। আমি যদি কোনো বাড়ি তৈরিতে সাহায্য করি সেই বাড়িতে কোনো অবৈধ কাজ হলে তো আমার ইনকাম হারাম হবে না,অথবা কেউ যদি কোনো সুদী ব্যাংকে পরিচ্ছন্নতা কর্মীর কাজ  করে তার ইনকামও তো হারাম হবে না। seo  তো সেইরকমই মনে হচ্ছে।আর তাদের উদ্দেশ্য যদি পন্য সেল থাকে সেটা তো হালাল হবে।কিন্তু google addsence এর বিষয়টার কারণে কি আমার ইনকাম হালাল হবে?আর আমার টাকা তো google adsense থেকে দিচ্ছে না। ওয়েবসাইট grow করানোর জন্য দিচ্ছে তাদের ব্যাবসার জন্য দিচ্ছে তাহলে seo করে ইনকাম কি হালাল হবে?