السلام عليكم ورحمة الله وبركاته
১)ا এক বোনের প্রশ্ন, আমার আপু-দুলাভাই উমরায় যাবেন, ইন শা আল্লাহ। তো আম্মুও উনাদের সাথে যাওয়ার পরিকল্পনা করছেন (যেহেতু উনার মাহরাম হিসেবে দুলাভাই আছেন)। জানতে চাচ্ছিলাম উনাদের সাথে আমার যাওয়া কি জায়েজ হবে?দুলাভাই তো আমার মাহরাম না (উনার সাথে শরয়ী পর্দাও পালন করি, আলহামদুলিল্লাহ), আমার অন্য কোন মাহরাম সাতে যাবেন না। এমতাবস্থায় আমার করণীয় কি?
২)৪ বছর আগে, ২০২০ এ আমার পরিচিত দুই ব্যক্তি বিয়ে করে। বিয়ের সময় দুইজনের বয়স ছিল ১৮ বছর। তারা একটি রেস্টুরেন্টে গিয়ে বিয়ে করে। বিয়ের সময় একজন হুজুর ছিল, সাক্ষী হিসেবে ছেলের দুই বন্ধুর পাশাপাশি আরও কিছু মানুষ ছিল। সেখানেই হুজুরের মাধ্যমে বিয়ে হয় কোন কাগজ পত্রের রেজিস্ট্রেশন ছাড়া।
কোন কারণবশত তাদের মধ্যে সম্পর্ক বেশিদিন টিকেনি। ছেলের সাথে মেয়ের যোগাযোগ বন্ধ ছিল প্রায় ছয় মাস। এর আগে শুরুর দিকে মেয়ে কয়েকবার তালাক চেয়েছে, একপ্রকার জোর করেছে বললেই চলে। কিন্তু অনেক জোর করার পরেও ছেলে তালাক দেয়নি। ছয় মাস পর মেয়ে ছেলেকে কল দেয়, দেয়ার পর ছেলেকে তালাক এর কথা বললে তখন সে মুখে তিন বার তালাক বলে। ডিটেইল জিজ্ঞেস করলে জানা যায় যে, মেয়ে বলেছে তালাক দেও, এরপর ছেলে বলেছে তালাক দিলাম। এরপর মেয়ে বলেছে আরও দুইবার বলো, তখন ছেলে আরো দুইবার বলেছে তালাক দিলাম , তালাক দিলাম। ( তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল বিয়ের পর )
কিন্তু সমস্যা হয়েছে তালাকের পর, ছেলে মেয়ে দুইজন বুঝতে পারে তারা ভুল করে ফেলেছে। তারা আলেম ওলামাদের কাছে গেলে সবাই বলেছে তালাক হয়ে গেছে। নতুন করে বিয়ের কোন সুযোগ নেই। এরপর গত ২০২৩ এ ছেলে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটু ফতোয়া এনে দেয়। ফতোয়া অনুযায়ী সেখানে উল্লেখ করা হয় তাদের বিয়েই হয়নি। ছেলে বেদ্বীন ছিল, কোন মাযহাব সম্পর্কে জানত না। তালাকের ফতোয়া আনার সময় সে হানাফী মাযহাবে বিশ্বাস করে। আর মেয়ে শুরু থেকেই হানাফী মাযহাবের অনুসারী।এখন প্রশ্ন হচ্ছে তাদের বিয়ে কি সহীহ হয়েছিল? আর যদি হয়ে না থাকে তাহলে পরবর্তীতে কি তারা পুনরায় বিয়ে করতে পারবে? পুনরায় বিয়ে জায়েজ হবে তাদের জন্য? আর যেই ফতোয়া দেয়া হয়েছে এটা কি অথেনটিক?
(জরুরত হলে ফতোয়ার ছবিটি জিমেইলে পাঠিয়ে দেওয়া যাবে!)