আসসালামু আলাইকুম শাইখ।
*বর্তমান সময়ে, আমার জানা মতে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি-পরীক্ষায় অংশ-গ্রহণের জন্য বোনদেরকে মুখ খুলে যেতে বাধ্য করা হয়, পরিপূর্ণ পর্দা করে যেতে চাইলে পরীক্ষায় অংশ-গ্রহণ করতে দেওয়া হয় না (কোথাও কোথাও ব্যতিক্রম থাকতেও পারে )।
*এছাড়াও মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিপূর্ণ পর্দা মেনে পড়াশোনা চালিয়ে যাওয়াও সাধারনত কঠিন হয়ে থাকে।
**যেহেতু কিছু কিছু ক্ষেত্রে দ্বিনদার বোনদেরও আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা জরুরী বোধ করি, যেমন চিকিৎসা-বিজ্ঞান (অন্তত অসুস্থ দ্বিনি মা-বোনদের চিকিৎসার জন্য এটা খুবই জরুরী বোধ করি )।
*এরকম প্রতিকুল পরিস্থিতিতে আমামাদের দ্বিনী বোনদের কী করণীয়?