اَلسَّلاَمْ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
বেশ কিছু দিন আগে আমি স্বপ্নে দেখি
১) আমি কোনো নদীর সামনে আছি৷ সেখানে অন্নেক মাছ। কিনারায়। সেগুলে ইলিশ নাহলে খুব দামী মাছ ছিলো। আমি বলছিলাম যে এই মাছগুলো তো অনেক দামী, এখানে থাকার কথা না। কীভাবে আসলো? কিন্তু আমি মাছগুলোকে নিতে পারিনি।
২) আবারও নদীর কিনারায়৷ এবার দেখি মুক্তা। অনেক ধরনের মুক্তা। আমি নিতে চাই। তখনই দেখি মুক্তাগুলোর ঝিনুক থেকে আমার মা মুক্তা ছড়াচ্ছে। আমি চাইলে আমাকে বেশ কয়েকটা মুক্তা দিয়ে দেই।
৩) আমি দেখি, একটা সাপ। রান্নাঘর থেকে সোজা ভাবির ঘরে ঢুকে গেলো। ভাইয়া বাইরে ছিলো। ভাবি ভয় পাবে বলে আমি 'সাপ সাপ' বলে চিল্লায়নি। কিন্তু ভাইয়াকে জোড় গলায় বার বার বলছি যে সাপ ঢুকেছে। কিন্তু ভাইয়া সাপ মারা নিয়ে খুব অনিহা প্রকাশ করছিলো। এমন ভাব যে "কামড়াক গা" বা "কামড়িয়ে ই তো নিয়েছে, এখন যেয়ে কি করব"৷
এরপর দেখি সাপটা ভাবির রুম থেকে বের হয়ে এবার ডাইরেক্ট আমার রুমে ঢুকে আমাকে কামড়াতে আসছে। আমার পায়ের কাছে চলে এসেছে। আমি লাফাচ্ছি বলে কামড়াতে পারছেনা,। এক সময় আমি সেন্সলেস হয়ে যায়।
বর্তমানে অবশ্য বাস্তব জীবনে বেশ পরীক্ষার মধ্যেই আছি। শারীরিক প্যারানরমাল সমস্যা হচ্ছে। মানসিক ভাবেও অসুস্থ। আল্লাহ সহায় হোন।
এগুলোর ব্যাখ্যা আছে?