আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
স্কুলে পড়াকালীন আমি অনেক অসুস্থ থাকতাম। তো তখন এক আন্টি বললেন যে অষ্টধাতুর আংটি পড়ার জন্য। অসুখ কমে যাবে এরকম শির্কী টিইপের কিছু একটা বলেছিলেন। তখন দ্বীনের বুঝ ছিল না আম্মাও স্বর্ণকারের কাছ থেকে একটা অস্ট ধাতুর আংটি আনালো। স্বর্ণকারো ছিলো হিন্দু। আমি তখনো এসব খুব একটা বিশ্বাস করতাম না কুসংস্কার ই মনে হতো।
এখন তো তওবা করেছি ওই আংটি পড়িও ও না ফেলে রেখেছি।
ওই আংটি তে যেহেতু সোনা,রোপা ইত্যাদি আছে নরমালি আংটি হিসাবে কি সেটা পড়া যাবে?
বিশ্বাস না করে সাধারণ অলংকারের মতো ব্যাবহার করা যাবে?
না করা গেলে ওটা কি করবো?
জাঝাকুমুল্লাহু খইরান