বিসমিহি তা'আলা
জবাবঃ-
জবাবঃ-
পশ্চিমাদের অনুকরণে তাদের পোষাক পরিধান করা হারাম।
যেমন হযরত ইবনে উমর রাঃ থেকে বর্ণিত,
ﻋَﻦْ ﺍﺑْﻦِ ﻋُﻤَﺮَ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻣَﻦْ ﺗَﺸَﺒَّﻪَ ﺑِﻘَﻮْﻡٍ ﻓَﻬُﻮَ ﻣِﻨْﻬُﻢْ
রাসুলুল্লাহ বলেন, যে ব্যক্তি অন্য গোত্রে (অমুসলিম)-র অনুসরণ করবে সে তাদের-ই অন্তর্ভুক্ত হবে।
(আবু-দাউদ-৩৫১২)
(ইমদাদুল ফাতাওয়া-৪/২৬৬)
সুতরাং যেকোনো কারণেই হোক পশ্চিমা পোষাক পরিধানের অনুমতি নেই।কেননা পর্দা ফরয।এবং এ বিধান দেশের ভিতর এবং দেশের বাহির সর্বক্ষেত্রেই ফরয।
হ্যা মহিলাদের জন্য নিজ শয়নকক্ষে প্রয়োজনে ছোট পোষাক পরিধান করার অনুমোদন রয়েছে।তবে অনুমোদন থাকলেও সর্বদা নিজেকে ঢেকে রাখাই উত্তম এবং তাকওয়ার দাবী।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ