আসসালামু আলাইকুম ওস্তাদ
আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। কিন্তু আমি প্রায় সময় স্বপ্নে আমার স্কুলকে দেখি। ঘটনাগুলোর পরিবেশ স্কুলেই ঘটে(ঘটনাগুলোর বাস্তবতা নেই)দেখি ভীষণ বিপদের মধে্্য আছি আমি,ছুটাছুটি করছি,কিন্তু কোনো রকম বেচে গেছি।যদিও বাস্তবে স্কুল জীবন নিয়ে তেমন মায়া আমার কখনো ছিল না।
প্রায় বেশ সময় ধরেই দেখছি যে আমি ক্লাসে যেতে চাচ্ছি কিন্তু প্রতিবার দেরি হয়ে যাচ্ছে,ক্লাস এটেন্ড করতে পারছি না বা এক্সামে কিচ্ছু পারছি না বা দেরি হচ্ছে,পড়াশুনা নিয়ে হিংসা করছে এক বান্ধুবী।আমার স্কুল বান্ধবী আছে(স্কুল জীবনে কিছু ক্লাসে ওর থেকে ভালো রেস্লাট করায় হিংসা করতো।ওদের বাসায় গেলে মুখ কালো করে রাখতো বা সবসময় আমার থেকে ভালো করার ইচ্ছা বা জীদ থাকতো।এখন তার সাথে রিলেশন ভালো। দেখা হয়,ঘুড়াঘুড়ি হয়।কিন্তু স্বপ্নে সেই বান্ধবীর সাথে স্কুলের হিংসার মুহুর্তগুলোই দেখি।কয়েকবার ই তাকে দেখেছি
বারবারই দেরি হচ্ছে,এক্সাম দিতে পারছি না,বিপদ হচ্ছে ভীষন,কিন্তু বেচে ফিরছি কোনো মতে। মানুষগুলো যারা শুভাকাঙ্ক্ষী না তারা আশেপাশে ঘুরছে,তবে সরাসরি ক্ষতি করছেনা,পর্যবেক্ষণ করে সরে যাচ্ছে।
এগুলোর কারণ কি আমার নিজের কোন গুনাহের কারনে হচ্ছে নাকি অন্য কিছু হতে পারে, ভয় হচ্ছে।নাকি শয়তানের ফাদ।
ব্যাখা পেলে খুব উপকার হতো।