আমার পরিচিত এক ভাইয়ের প্রশ্ন:
আসসালামু আলাইকুম ,আমি একজন যুক্তরাষ্ট্র প্রবাসি। চার মাস আগে আমার আর আমার বউ এর মধ্যে ফনে ঝগড়া হয়, ঝগড়ার বিষয় ছিল আমি আমার বউ কে নামাজ কাযা করার জন্য বকা দিচ্ছিলাম ,বকা দেয়ার একটা পরযায়ে ও রাগ করে ফোন আমার মুখের উপর কেটে দেই এরপর আমি আবার সাথে সাথে কল দিএ ওকে বলি যে তুমি যদি র কোনদিন মুখের উপর ফোন কাটো তাহলে ওইদিনি হবে তোমার সাথে আমার শেষ দিন।এইখানে উল্লেখ্য যে, আমার তালাক এর কোনো কিছুই আমার মাথাই ছিলো না।আমি তালাক, ছেরে দেয়া এই শব্দ গুলার বেপার এ সতর্ক কিন্তু আমি যখন ওকে বলেছিলাম যে ওইদিনি হবে তোমার সাথে আমার শেষ দিন এইটা বলার পরেই আমার মনে হল যে আমি যেইটা বলসি সেটা থিক না তাই আমি র সামনে কোনো এক্টা শব্দো বলি নাই।আমি সাথে সাথে চুপ হয়ে গিয়েছিলাম।আমাদের দুইজন এর মধ্যে ঝগড়ার সময় তালাক দেয়া নেয়া নিয়ে এমন কোনো বেপার এ কথা হইনি।আমি ওই কথা টা অনেকটা কথার ফ্লও তে বলে ফেলসি,আমি তালাক ছেরে দেয়া এই শব্দ গুলাতে আমি খুব সতর্ক আমি কনো ঝগড়ার সময় এই শব্দ গুলা মুখেও আনি না র আমার এই সভাব নেই যে আমি আমার বউ কে তালাক নিয়ে কোনো প্রকার ভয় দেখাবো।এখন ওইদিনের আমার শেস দিন বলাতে কি আমার কোনো সমস্যা হবে??