আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আন্দোলনের সময় আমাদের কলেজের গ্রুপে আন্দোলন নিয়ে সরকার নিয়ে বিভিন্ন রকম আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হতো। সেই গ্রুপে ছাত্রলীগের যারা ছিল সবাই জানামতে পদত্যাগ করেছিলো এবং নিজেদের স্বিকারোক্তি দিয়েছিলো যে ছাত্রলীগ যেই জঘন্য অপরাধ করেছে তার পরে তাদের পক্ষে উক্ত দলে থাকা আর সম্ভব না। আমরা গ্রুপের সবাই ধরেই নিয়েছিলাম আমাদের গ্রুপে আর এমন কেউ নেই যারা আমাদের বিপদে ফেলতে পারে।

কিন্তু পরে আমাদের গ্রুপ লিডাররা অনেক রকম থ্রেট পায় এবং এর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদেরই গ্রুপের কিছু ব্যাক্তি গ্রুপের ম্যাসেজ গুলোর স্ক্রিনশট নিয়ে প্রতিনিয়ত টিচার এবং সিনিয়র যারা সরকারপন্থি তাদেরকে দিচ্ছিলো।কিন্তু আমরা তাদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হই। দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর এখনো তারা একই কাজ করে চলেছে।

উস্তাদ আপনার কাছে প্রশ্ন এই কাজ গুলো যে তারা করলো এগুলো শারীআহ অনুযায়ী কোন অপরাধের মধ্যে পরে? দুনিয়া ও আখিরাতে এমন কাজের শাস্তি কি হতে পারে? বিষয় টা অতীব জরুরি।
জাযাকুমুল্লাহু খইরন

1 Answer

0 votes
by (61,230 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

بسم الله الرحمن الرحيم

জবাব,

মানুষের ব্যক্তিগত পাপাচার ও দোষ অনুসন্ধান করা, ক্ষতি করা, ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য কারো পেছনে লেগে থাকা ও গোয়েন্দাগিরি করা নিষিদ্ধ।

মহান আল্লাহ তায়ালা বলেন,

 ‘یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اجۡتَنِبُوۡا کَثِیۡرًا مِّنَ الظَّنِّ ۫ اِنَّ بَعۡضَ الظَّنِّ اِثۡمٌ وَّ لَا تَجَسَّسُوۡا وَ لَا یَغۡتَبۡ بَّعۡضُکُمۡ بَعۡضًا ؕ اَیُحِبُّ اَحَدُکُمۡ اَنۡ یَّاۡکُلَ لَحۡمَ اَخِیۡهِ مَیۡتًا فَکَرِهۡتُمُوۡهُ ؕ وَ اتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِیۡمٌ ﴿۱۲﴾

হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। আর তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবূলকারী, অসীম দয়ালু। (সুরা : হুজরাত, আয়াত : ১২)

মহানবী (সা.) অন্যের দোষ এড়িয়ে যেতে বলেছেন। অন্যের দোষ-ত্রুটি খোঁজার মন্দ পরিণতি বর্ণনা করে তিনি বলেন, ‘তোমরা দোষ-ত্রুটি তালাশ করবে না। কারণ যারা তাদের দোষ-ত্রুটি খুঁজে বেড়াবে আল্লাহও তাদের দোষ-ত্রুটি খুঁজবেন। আর আল্লাহ কারো দোষ-ত্রুটি তালাশ করলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ করে ছাড়বেন। (তিরমিজি, হাদিস : ২০৩২)

অন্য হাদিসে নবী করিম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয় গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন। এমনকি এই কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন। (ইবনু মাজাহ : ২৫৪৬)

,সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

যদি গ্রুপ এডমিন দের পক্ষ থেকে এমন রুলস থাকে যে, গ্রুপের অভ্যন্তরীণ কথা/আরোচনা অন্য কারো সাথে শেয়ার করা যাবে না। এমতাবস্থায় যদি কোন গ্রুপ মেম্বার এডমিনদের পারমিশন ছাড়া গ্রুপের কথাবার্তা স্ক্রিনশট এর মাধ্যমে কিংবা ভিন্ন কোন উপায়ে অন্য কারো সাথে শেয়ার করে তাহলে তা  ধোকা দেয়ার অন্তর্ভুক্ত।

 উল্লেখিত শুরুতে যারা ছাত্রলীগ ছিল তারা পদত্যাগ করার পর এবং নিজেদের ভুল স্বীকারোক্তি দেওয়ার পর যদি গ্রুপের কথাবার্তা ষড়যন্ত্রমূলক ভাবে অন্য কারো কাছে শেয়ার করে তাহলে এটি তাদের ধোকা/প্রতারণা করার নামান্তর। যা একটি কবিরা গুনাহ।  এবং এই অপরাধের কারণে তাদের জন্য পরকালে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...