আসসালামু আলাইকুম
বাসায় বিয়ের প্রস্তাব এসেছে। ছেলে সরকারী জব করে তবে সেখানে ঘুষের লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। যদিও ছেলে বলেছে ঘুষের লেনদেন করেনা।ছেলের দ্বীনের বুঝ তেমন নেই। ছেলের ভাই ব্যাংকে চাকরী করে।ছেলের বাবাও একসময় ব্যাংকে জব করত। সবাই একসাথে থাকা,খাওয়া হয়।দুই ভাইয়ের টাকায় ঘরের সমস্ত কিছু কিনা হয়। এখানে বিয়ে হলে আমাকেও একই খাবার খেতে হবে। সুদের উপার্জনের টাকায় কিনা খাবার বা কোনকিছু গ্রহণ করতে চাচ্ছি না। আমার পক্ষে তাদেরকে এই বিষয়টা নিয়ে কিছু বলাও সম্ভব হচ্ছে না। এতে সবাই ভাববে, মেয়েটা পরিবারে ভাঙ্গন তৈরী করতে চাচ্ছে, আলাদা করতে চাচ্ছে না।
এই মুহূর্তে আমার কি করা উচিত?এই ধরনের প্রস্তাব কি নিষেধ করে দেওয়া উচিত? এ বিষয়ে ইসলাম কি বলে?