১/যে সকল ইউটিউব চ্যানেল হারাম বিষয় নিয়ে ভিডিও বানায় না ভালো বিষয় যেমন শিক্ষা, ব্যবসা,রাজনৈতিক, চিকিৎসা ভিডিওর বিষয় ভালো কিন্তুু ভিডিওতে ব্যকগ্রাউন্ড সাইন্ড থাকে নারী থাকতে পারে এসকল ভিডিও এর জন্য ইউটিউব থাম্বেইল বানানিয়ে দেয়া যাবে কি আমার কাজের মধ্যে কোন হারাম জড়িত নেই কোন নারী ছবি যুক্ত করবো না শুধু ডিজাইন করে দিবো ইনকাম কি হালাল হবে।
২/playstore এ যেসকল এপস আছে সেই এপড গুলো যাতে রেংকিং এ সবার উপরে থাকে ডাউনলোড আরো বেশি হয় এজন্য SEO করতে পারবো। আমি যে সকল apps এর জন্য seo এর কাজ করবো সেগুলো হতে পারে মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত apps যেমন : ফটোএডিটিং,ভিডিও এডিটিং, গুরুত্বপূর্ণ কাজের সফটওয়্যার, ব্যবসায়িক। সমস্যা হলো যে সকল apps এর seo করবো সেই apps এর ভিতরে নারী ছবি থাকে ভিডিও তে মিউজিক আছে সেগুলো আমার কাজ না আমার কাজ শুধু seo করা। তবে যেই apps এর জন্য seo কাজ করবো সেই গুলো মানুষের জন্য উপকারী apps। ইনকাম হালাল হবে?