আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
78 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আসসালামু আলাইকুম,, তালিম নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় করা উত্তম কিনা জানতে চাই???আমি শুনেছি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় তালিম করা উত্তম।।কিন্তু আমার স্বামীর জন্য আমি আমার সময় অনুযায়ী তালিম করতে পারি না।।।মাগরিবের পর পর তখন নাস্তা খাওয়ার সময় কিংবা উনি নামাজ পড়ে বাহিরে আড্ডা দেন কিংবা অফিসে থাকেন তাই তখন করা যাচ্ছে না।।।৮টার দিকে বিকালের নাস্তা করতে করতে ৮টার বেশি বেজে যায় তখন করতে পারি না।।।এরপর আযান দেয়।।তখন নামাজ এর সময় হয়।।।।তখন আর পারি না।।এরপর উনাকে আমি কোন নির্দিষ্ট সময় পাই না।।।আবার আমার অনলাইনে ক্লাস থাকে তাই বলেছি রাত ১১টার দিকে করি।।তখন উনার ঘুমের সময় হয়ে যায়।।।উনি কিন্তু ১১টায় ঘুমাতে যান।।তখনই ঘুমিয়ে যান না।।ঘুমাতে ঘুমাতে উনার আরো ২-৩ ঘন্টা সময় লাগে।।আমি কোন ভাবেই উনাকে বুজাতে পারি না।।কিভাবে উনাকে বুজাবো??? উনি জানেন তালিমের কি ফজিলত।।। কারন তিনি তিন চিল্লা দেওয়া ব্যক্তি।।এরপরও আমি আমলের দিকে উনার অবহেলা দেখি।।।আমি কিভাবে উনাকে বুজাতে পারি???উনি খুব আলসে।।।আবার এক কথা বেশি বললেও রাগ করেন।।আমি খুব পেরেশানিতে আছি।।।আমি আমার সংসার নবীজির সুন্নাহ অনুযায়ী সাজাতে চাই।।পারতেছি না।।

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিশুদ্ধ মতানুযানী হাদীসে বর্ণিত সকাল- সন্ধ্যার দু'অায়ে মা'ছুরার জন্য নির্দিষ্ট ওয়াক্ত রয়েছে।
কেননা অসংখ্য হাদীসে সময় উল্লেখপূর্বক এভাবে বর্ণিত রয়েছে,
 ﻣﻦ ﻗﺎﻝ ﺣﻴﻦ ﻳﺼﺒﺢ . ﻛﺬﺍ ﻭﻛﺬﺍ ، ﻭﻣﻦ ﻗﺎﻝ ﺣﻴﻦ ﻳﻤﺴﻲ ﻛﺬﺍ ﻭﻛﺬﺍ ."
যে ব্যক্তি সকালবেলা এমন এমন বলবে..এবং যে ব্যক্তি বিকালবেলা এমন এমন বলবে..

সকাল এবং বিকাল বেলার শুরু ও শেষ নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
কিছুসংখ্যক উলামায়ে কেরাম মনে করেন, সকালবেলা ত্বুলুয়ে ফযর( ফযরের সূচনা) থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত বিদ্যমান থাকে।তবে কেউ কেউ দ্বিপ্রহর(দিন-১২টা) পর্যন্ত সকালবেলা বিদ্যমান থাকার কথাও বলেছেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/452

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার স্বামীকে প্রতি মাসে তিনদিন তাবলীগে প্রেরণ করবেন। যতবেশী উনি তাবলীগে যাবেন, ততবেশী উনার আ'মলের উন্নতি হবে, এবং আপনিও আ'মলের সুযোগ পাবেন। আল্লাহ আপনাকে আ'মলের সুযোগ প্রদাণ করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...