ওয়া আলাইকুমুস সালাম ওয়া
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/70774/
নং ফাতওয়াতে আমরা বলেছি যে,
হাদীস শরীফে এসেছে-
وعنِ
عمرَان بن حُصَيْن أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ. فَقَالَ
النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «عشر» . ثمَّ جَاءَ لآخر فَقَالَ:
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ فَرَدَّ عَلَيْهِ
فَقَالَ: «ثَلَاثُونَ» .
ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিত।
তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে
উপস্থিত হয়ে বলল : ’’আসসালা-মু ’আলায়কুম’’। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সালামের জবাব দিলেন। অতঃপর লোকটি বসল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বললেনঃ এ লোকটির জন্য দশ নেকি লেখা হলো। অতঃপর আরেক ব্যক্তি এসে বলল : ’’আসসালা-মু
’আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ’’। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব
দিলেন। লোকটি বসল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ লোকটির জন্য
বিশ নেকি লেখা হলো। অতঃপর আরো এক ব্যক্তি এসে বলল : ’’আসসালা-মু ’আলায়কুম ওয়া রহমাতুল্ল-হি
ওয়া বারাকা-তুহ’’। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন।
লোকটি বসার পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ লোকটির জন্য ত্রিশ
নেকি লেখা হলো। (তিরমিযী ও আবূ দাঊদ) (মিশকাত-৪৬৪৪)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একাধিক সহীহ হাদীস ও সাহাবায়ে কেরামের
আছার দ্বারা প্রমাণিত যে, সালামের উত্তর ‘ওয়া বারাকাতুহু’ পর্যন্ত বলাই
সুন্নত। তবে কোনো কোনো দুর্বল বর্ণনায় ‘ওয়া বারাকাতুহু’এর পরে ‘ওয়া মাগফিরাতুহু ওয়া
রিদওয়ানুহু’ ইত্যাদি শব্দ বৃদ্ধি করার কথাও পাওয়া যায়। তাই কেউ কোনো সময় ‘ওয়া মাগফিরাতুহু
ওয়া জান্নাতুহু’ বাড়িয়ে বললে তা নাজায়েয বা বিদআত হবে না। তবে এমন না বলাই শ্রেয়।