জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
নামাযে সূরা ফাতিহার পর অন্য সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত না হলেও এটা মুস্তাহাব। এক্ষেত্রে বিসমিল্লাহ বলা أحسن তথা উত্তম হওয়ার বিষয়টি ফিকহের নির্ভরযোগ্য কিতাবাদীতে উল্লেখ আছে।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রা. থেকে সূরা ফাতিহার পর বিসমিল্লাহ পড়ার বিষয়টি প্রমাণিত রয়েছে।
হাদীস শরীফে এসেছেঃ-
নাফে রাহ. ইবনে উমর রা. থেকে বর্ণনা করেনঃ-
أَنّهُ كَانَ إذَا افْتَتَحَ الصّلاَةَ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ، فَإِذَا فَرَغَ مِنَ الْحَمْدِ قَرَأَ : بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ.
তিনি সূরা ফাতিহা যখন শুরু করতেন তখন বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তেন এবং যখন ফাতিহা শেষ করতেন তখনও বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৪১৭৮)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনার আগের নামাজ গুলি ভুল হয়নি।
বরং শুদ্ধ হয়েছে। মুস্তাহাবের উপর আমল হয়েছে।
(০২)
এমতাবস্থায় নামাজ পুনরায় শুরু করতে হবেনা,বরং যেই রুকনে অযু ভেঙেছে সেখান থেকেই পড়া যাবে।
তবে অযু করতে গিয়ে কথাবার্তা, খাবার খাওয়া ইত্যাদি কাজ করা যাবেনা।
(০৩)
চিকিৎসার নিয়তে এমনটি করলে এটি সহীহ হবে।
তবে এটিকে সুন্নাহ বা আবশ্যকীয় মনে করা যাবেনা।