আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
129 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (13 points)

Avmmvjvgy AvjvBKzg, ûRyi| Avwg GKRb AweevwnZ cyiæl| Avgvi gv‡S gv‡S ¯^cœ‡`vl nq| D‡ËRbvi mgq hw`

1| Avwg j¾v¯’vb‡K UvBU (ev msKzwPZ) K‡i ivwL Zvn‡j AwaK cwigv‡Y exh©cvZ nq|

2| Avi hw` j¾v¯’vb‡K wXjv (ev jyR ev cÖmvwiZ) K‡i ivwL Zvn‡j ZzjbvgyjK Kg exh©cvZ nq ev A‡bK mgq exh©cvZ nqB bv, ‡_‡g hvq| Z‡e G‡ÿ‡Î exh©cv‡Zi ci cÖ¯ªve Ki‡Z †M‡j gvivZ¥K hš¿Yv nq|

GLb Avwg hw` wbR myweav‡_© hš¿Yv ‡_‡K evuP‡Z hw` 1bs Dcvq Aej¤^b Kwi Zvn‡j †Kv‡bv ¸bvn n‡e wK?

1 Answer

0 votes
by (583,020 points)
بسم الله الرحمن الرحيم

উম্মে সালামাহ্ (রাযিঃ) হতে বর্ণিত।

عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ ” تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا

 তিনি বলেন, উম্মু সালামাহ্ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন,– হে আল্লাহর রাসূল! আল্লাহ তা’আলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না। তাই মহিলাদের যখন স্বপ্নদোষ হয় তখন কি তার উপর গোসল করা জরুরি?– রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ, যখন সে বীর্য দেখবে।– (এ কথা শুনে) উম্মু সালামাহ্ (রাযিঃ) বললেন, “ইয়া রাসূলাল্লাহ! মহিলাদেরও কি স্বপ্নদোষ – হয়”? তিনি বললেন: তোমার উভয় হাত ধূলিময় হোক! তাহলে তার সন্তান কেমন করে তার সদৃশ হয়?” [সহীহ মুসলিম,-৫৯৯]


https://ifatwa.info/41862/ নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছে যে,

ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।

স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।

স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ) যথাঃ-

(১) বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)

(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে)

(৩) ওদী সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)

(৪) বীর্য না মযিএ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)

(৫) বীর্য না ওদীএ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)

(৬) মযি না ওদীএ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)

(৭) বীর্য না মযি না ওদীএ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)

 

স্বপ্নদোষ স্বরণ না থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ (বিধান সহ)যথাঃ-

(১) বীর্য সম্পর্কে নিশ্চিত (ফরয হবে)

(২) মযি সম্পর্কে নিশ্চিত। (ফরয হবে না)

(৩) ওদী সম্পর্কে নিশ্চিত (ফরয হবে না)

(৪) বীর্য না মযিএ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)

(৫) বীর্য না ওদীএ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে)

(৬) মযি না ওদীএ নিয়ে সন্দিহান। (ফরয হবে না)

(৭) বীর্য না মযি না ওদীএ নিয়ে সন্দিহান। (তারাফাইন এর মাযহাব মতে ফরয হবে) (মিনহ্তুল খালিক-১/৫৮)

বিঃ দ্রইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহ কে তারাফাইন বলা হয়ে থাকে এবং ইমাম আবু-হানিফা ও আবু ইউসুফকে শায়খাইন বলা হয়ে থাকে।


★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নটি অস্পষ্ট। 

কমেন্ট বক্সে মোবাইল দিয়ে বা কম্পিউটারের ভিন্ন ফন্ট দিয়ে প্রশ্নটি গুছিয়ে লিখলে জবাব প্রদানে সুবিধা হতো।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর টাইট বলতে বুঝিয়েছি শরীর খিচিয়ে রাখাকে আর লুজ বলতে বুঝিয়েছি শরীর স্বাভাবিকভাবে রাখাকে
by (583,020 points)
কমেন্ট বক্সে আপনার পুরো প্রশ্নটি পুনরায় লিখে দিলে ভালো হতো।
জাযাকাল্লাহ। 
by (13 points)

ভিন্ন ফন্টে পুনরায় লিখলামঃ

আসসালামু আলাইকুম, হুজুর। আমি একজন অবিবাহিত পুরুষ। আমার মাঝে মাঝে স্বপ্নদোষ হয়। উত্তেজনার সময় যদি

১। লজ্জাস্থানকে টাইট করে রাখি তাহলে অধিক পরিমাণে বীর্যপাত হয়।

২। আর যদি লজ্জাস্থানকে ঢিলা বা লুজ করে রাখি তাহলে তুলনামূলক কম বীর্যপাত হয় বা অনেক সময় বীর্যপাত হয়ই না; থেমে যায়। তবে এক্ষেত্র্রে বীর্যপাতের পর প্রস্রাব করতে গেলে মারাত্মক যন্ত্রণা হয়।

এখন আমি যদি যন্ত্রণা থেকে বাঁচতে ১নং উপায় অবলম্বন করি তাহলে কোনো গুনাহ হবে কি?

by (583,020 points)
স্বপ্নদোষের মধ্যে এমনটি হলে সেক্ষেত্রে এক নং উপায় অবলম্বন করলে গুনাহ হবেনা।
by (583,020 points)
স্বপ্নদোষের মধ্যে এমনটি হলে সেক্ষেত্রে এক নং উপায় অবলম্বন করলে গুনাহ হবেনা।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...