আসসালামু আলাইকুমুল ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্।
আমার একজন বান্ধবীর নানী উমরায় যাওয়ার নিয়ত করেছেন উনার ভাতিজার সাথে।
ভাতিজা ট্রাভেল এজেন্সির দায়িত্বরত,,উনার সাথে গেলে কি তার আর অন্য মাহরাম সাথে নিতে হবে?.
আর আমার বান্ধবীর নানী বয়স্ক, এজন্য তাদের সাথে আমার বান্ধবীকে নিতে চাচ্ছেন। অন্য কেউ যাওয়ার মতো নেই।
এক্ষেত্রে কি আমার বান্ধবীর তার নানাীর সহযোগী হিসেবে যাওয়া জায়েজ হবে?
এমন অবস্থায় গেলে কি আমার বান্ধবীর উমরাহ পালন করা হয়ে যাবে?
আর একটা টপিক:
আমার বাসা রংপুরে, ঢাকায় একটা মাদ্রাসায় টিচার + স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি ২ মাস হলো। এখানে আমি জেনারেল সাবজেক্টের ক্লাস নেই,,আর সময় থাকলে প্রথম বর্ষের সাথে এসো আরবি শিখি ক্লাসে বসি। কিন্তু মাহরাম ছাড়া রংপুর - ঢাকা যাতায়াত করতে হচ্ছে। অন্য কোনো উপায়ও নেই।
এক্ষেত্রে আমার করণীয় কি? এখান থেকে চলে যেতে হবে?