السلام عليكم و رحمة الله و بركاته
মুহতারাম, একটা খাব খুব ভাবাচ্ছিল। দেখেছিলাম কিছুটা এমন, একজন ব্যক্তি যাকে আমি উস্তাজ বলছিলাম, বয়স্ক দেখতে। উনি নিজ থেকে জানাচ্ছিলেন মুচকি হেসে আমার বিয়ে ১ সপ্তাহের মধ্যে এমন কিছু। আমি তখন বলছিলাম আমার তো বিয়ে হয় নী, দুআ করার জন্য। তখন ঐ উত্তর টা শুনলাম নাকি আগে সেটা ইয়াদ নেই। (কয়েক মাস ধরে আমার বিবাহের জন্য চেষ্টা করা হচ্ছে, খুব পেরেশান এসব নিয়ে, বিশেষ করে আমার আম্মা)। এর আগেও এমন আমার বিবাহের স্বপ্ন অথবা পরিচিত অন্যদের বিবাহ হওয়া নিয়ে দেখেছিলাম কিন্তু এখনো কোনো ফায়সালা হয় নী...
.....
এরপর বাসার পরিবেশ দেখি। একটু মেহমান আসলে যেমন আমেজ আমেজ থাকে তেমন। ...
আরেকটা বিষয় - যে ব্যক্তিকে আমি উস্তায ডাকছিলাম উনাকে মনে হয় নী নন মাহরাম, মনে হচ্ছিল দাদার বয়সী মাহরামের মধ্যে কেউ। যেভাবে কাছের কেউ পরামর্শ, নাসিহা, অভয় দেন তেমন লাগছিল কথা শুনে। আমার পরিবারে এমন ইসলামিক ধরণ বা বেশভূষার কেউ নেই আপাতত।
এসবের মধ্যে কোনো বার্তা কি আমার জন্য রয়েছে?
জানাবেন দয়া করে। জাযাকাল্লাহু খাইরন। মাফ করবেন বড় লেখা হয়ে যাওয়ার জন্য। দুআর মুহতাজ।