আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
80 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
১)কোনো ছোট ৪-৫ বছরের হিন্দু পরিবারের বাচ্চা মারা গেলে সেও তো শহীদ হিসেবে গন্য হবে তাই না ??

২) প্রবাসে-পরদেশে মৃত্যুবরণকারী হুকমী শহীদ (ফাতহুল বারী-৬/৫৬পৃঃ)। এ সম্পর্কে একটু বুঝিয়ে বলুন।

৩)কুমারী অবস্থায় মৃত্যুবরণকারী হুকমী শাহীদ (সুনানে ইবনে মাজাহ-৩/৩৬৬পৃ: হা:২৮০৩)। এ সম্পর্কে একটু বুঝিয়ে বলুন?

৪) যারা হুকমী শহীদ তাদের কি কবরে আজাব হবে না হাকিকি শহীদ দের মতো? যদি হুকমী শহীদ পর্দাও না করে আর যিনাতেও লিপ্ত থাকে তাহলে?

৫) আজ আছরের নামাজে আমি শেষ বৈঠকে তাশাহুদ পড়েছি কি না মনে নেই। আমি দুই দিকে সালাম ফিরিয়ে দুইটি সাহু সিজদাহ দিয়ে তাশাহুদ পরে নামাজ শেষ করি।আমার নামাজ কি হয়েছে?

মনে হয় আমি তাশাহুদ পড়েছি তবে ওয়াসওয়াসার কারণে হয়তো এমন মনে হয়,এমন লাগতেছে আর কি।

1 Answer

0 votes
by (565,890 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
সামুরাহ ইবনু জুনদুব রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের বর্ণনাতে বলেন, ‘আমরা এক বাগানে আসলাম। সেই বাগানের মাঝে অনেক উঁচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছেন, যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। এমনিভাবে তার চারপাশে এত বিপুল সংখ্যক বালক-বালিকা দেখলাম যে, এত অধিক আর কখনো আমি দেখিনি। আমি বললাম, উনি কে? এরা কারা? তাকে বলা হলো, যে দীর্ঘকায় ব্যক্তি বাগানে ছিলেন, তিনি হলেন ইবরাহীম আলাইহিস সালাম। আর তাঁর আশেপাশের বালক-বালিকারা হলো ঐসব শিশু যারা ফিতরাতের (স্বভাবধর্মের) ওপর মৃত্যুবরণ করেছে’। রাবী বলেন, তখন কিছু ছাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! মুশরিকদের শিশু সন্তানরাও কি? তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, মুশরিকদের শিশু সন্তানরাও’ (ছহীহ বুখারী, হা/৭০৪৭)।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই বোন,    
এই বিষয়ে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 

ইমাম আবু হানিফা রহঃ এই বিষয়ে তাওক্কুফ করেছেন।
জান্নাত জাহান্নাম কোনো মতের দিকে যাননি।
,
وقال الإمام النووي : أجمع من يعتد به من علماء المسلمين على أن من مات من أطفال المسلمين فهو من أهل الجنة ؛ لأنه ليس مكلفا . أ.هـ " شرح مسلم "       (16 / 207) .
সারমর্মঃ
ইমাম নবাবী রহঃ বলেন যে তারা মুসলমান,এই ব্যাপারে উলামায়ে কেরামগন একমত হয়েছেন।  

وقال القرطبي : إن قول أنهم في الجنة هو قول الأكثر ، وقال : وقد أنكر بعض العلماء الخلاف فيهم. " التذكرة " (2/328) সারমর্মঃ
তারা জান্নাতে যাবে,এটিই বেশিরভাগ উলামায়ে কেরামদের মত।     

মা'আরেফুল কোরআন ৫/৪৫৭ এবং ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ ১২/২১১ তে আছে যে

কুরআন শরীফে এসেছেঃ  

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ 

আল্লাহ তায়ালা  কাহারো গুনাহের বোঝা অন্যের উপর চাপিয়ে দিবেননা।
(সুরা ফাতির ১৮)

সুতরাং কাফের মুশরিকদের নাবালেগ সন্তান  যদি বালেগ হওয়ার পূর্বেই মারা যায়,তাহলে তাদের শাস্তি হবেনা।
কেননা মা বাবার কুফুরির কারনে সে শাস্তির উপযুক্ত হবেনা।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত শিশু শহীদ হবেনা। 

তার ব্যাপারে জান্নাত জাহান্নাম কোনো মতের দিকে না যাওয়াই ভালো।

(০২)
বিষয়টি সম্পর্কে ফাতওয়ার কিতাবে খুজে কোনো তথ্য পাইনি।

(০৩)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِي الْعُمَيْسِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرِ بْنِ عَتِيكٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّهُ مَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ فَقَالَ قَائِلٌ مِنْ أَهْلِهِ إِنْ كُنَّا لَنَرْجُو أَنْ تَكُونَ وَفَاتُهُ قَتْلَ شَهَادَةٍ فِي سَبِيلِ اللَّهِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ شُهَدَاءَ أُمَّتِي إِذًا لَقَلِيلٌ الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ شَهَادَةٌ وَالْمَطْعُونُ شَهَادَةٌ وَالْمَرْأَةُ تَمُوتُ بِجُمْعٍ شَهَادَةٌ - يَعْنِي الْحَامِلَ - وَالْغَرِقُ وَالْحَرِقُ وَالْمَجْنُوبُ - يَعْنِي ذَاتَ الْجَنْبِ - شَهَادَةٌ " .

জাবির ইবনে আতীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি অসুস্থ হয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে আসেন। জাবির (রাঃ) এর পরিবারের কেউ বললো, আমরা আশা করতাম যে, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তাহলে আমার উম্মাতের শহীদের সংখ্যা তো খুব কম হয়ে যাবে। আল্লাহর পথে নিহত হলে শহীদ, মহামারীতে নিহত হলে শহীদ, যে মহিলা গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ এবং পানিতে ডুবে, আগুনে পুড়ে ও ক্ষয়রোগে মৃত্যুবরণকারী শহীদ।
(ইবনে মাজাহ ২৮০৩,নাসায়ী ১৮৪৬, ৩১৯৪, আবূ দাউদ ৩১১১, আহমাদ ২৩২৪১, মুয়াত্তা মালেক ৫৫২, আল-আহকাম ৩৯-৪০ নং পৃষ্ঠা, আত-তালীকুর রাগীব ২/২০২।)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত কথাটি সঠিক নয়।
বরং হাদীসে এসেছে,যে মহিলা গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ। 

(০৪)
যারা প্রকৃত পক্ষে হুকমি শহীদ হবে,আল্লাহ তায়ালা তাদের গুনাহ মাফ করে দিবেন,তাই তাদের আযাব হবেনা।

(০৫)
আপনার নামাজ হয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...