আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
edited by
Assalamualaikum warohmatullohi wabarokatuh
১.
আমার প্রশ্ন হচ্ছে একজন অবিবাহিত মেয়ের তার বিবাহিত বোনের প্রতি কী কী দায়িত্ব রয়েছে?
উক্ত পরিস্থিতিতে বোনের বাসায় তাকা কী অধিক গুরুত্বপূর্ণ?

২. %/%/-%-%-%-%?%?৳?৳+#+৳--%-%;&;

৩. ইমাম আযম আবু হানিফা রহঃ এর জীবনী জানতে কোন কিতাবটি পড়ব?যেটা সর্বাধিক অথেনটিক?

৪. সাহাবীদের জীবনী,বিজ্ঞ ব্যক্তিদের জীবনী পড়ে তাদের মতো হিকমতওয়ালা, তাকওয়াবান,উত্তম আখলাকের....  সন্তান চাওয়া বা আকাঙ্খা করা যাবে ভবিষ্যৎ এর জন্য?
এবং উনাদের জীবনী পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে স্বপ্নে নিজেকে প্রেগন্যান্ট দেখা কীসের আলামত?

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদিস শরীফে বর্ণিত আছে:

« حق كبير الإخوة على صغيرهم كحق الوالد على ولده » . (رواه البيهقي).

“ছোট ভাই-বোনের উপর বড় ভাই-বোনের অধিকার ঠিক তেমন পর্যায়ের, যেমন অধিকার সন্তানের উপর তার পিতামাতার।
(বাইহাকী)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন:

« بَرَّ أُمَّكَ و أَبَاكَ , ثُمَّ أختَك و أخَاك , ثم أدنَاك فَأدنَاك » . (رواه الحاكم).

“তুমি তোমার মাতা ও পিতার সাথে উত্তম ব্যবহার কর; অতঃপর উত্তম ব্যবহার কর তোমার বোন ও ভাইয়ের সাথে; অতঃপর উত্তম ব্যবহার কর একে একে তোমার নিকটাত্মীয়ের সাথে।
(মুস্তাদরাকে হাকেম)

হাদিসে বড় ভাইকে বাবার সমান এবং বড় বোনকে মায়ের সমান বলা হয়েছে। সুতরাং একজন সন্তানের ওপর মাতা-পিতার যেসব হক বা অধিকার রয়েছে, বড় ভাই ও বড় বোনের ব্যাপারেও ছোট ভাই এবং ছোট বোনদের একই হক বা অধিকার রয়েছে। 

★বড় ভাই ও বড় বোনকে সম্মান করা। অর্থাৎ বড় ভাই ও বোন হিসেবে সে যে পরিমাণ বা যতটুকু সম্মানের অধিকার রাখে, ঠিক ততটুকু সম্মান প্রদর্শন করা। এ ক্ষেত্রে কোনো কমতি না করা এবং খুব বেশি বাড়াবাড়িও না করা।

★বিনা ওযরে তাদের আদেশ অমান্য না করা।
তাদের কথা মেনে চলা। অর্থাৎ শরিয়তের খেলাফ যদি কোনো আদেশ তারা না করে, সে ক্ষেত্রে বিনা ওযরে তাদের আদেশ অমান্য না করা। কিন্তু যদি এমন হয় যে, বড় ভাই ও বোন শরিয়ত বিরোধী কোনো কাজের আদেশ করছে, সে ক্ষেত্রে তাদের আদেশ না মানলে হক বা অধিকার নষ্ট করা হবে না।

★তাদেরকে কোনো প্রকার কষ্ট না দেয়া। অর্থাৎ শারীরিক বা মানসিক কোনো প্রকার কষ্ট বড় ভাই ও বোনকে না দেয়া। 

★বিশেষ প্রয়োজনে সামর্থবান ছোট ভাই/বোন বড় ভাই বোনকে প্রয়োজনমাফিক তাদের আর্থিক সাহায্য করা। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার বাবার স্পষ্ট  নিষেধাজ্ঞা থাকায় ও এভাবে তার বাসায় গিয়ে থাকাকে নিজের জন্য নিরাপদ মনে না করায় তার বাসায় গিয়ে এভাবে না থাকাই ভালো বলে মনে করছি।

(০২)
হ্যাঁ, আপনি পড়তে পারেন,এতে সমস্যা নেই।

(০৩)
নিম্নের বইটি সংগ্রহ করতে পারেনঃ-

"ইমাম আবু হানিফা রহঃ জীবন ও কর্ম" 
ইমাম সিরিজ -০১
(সম্পাদক -আবুল হাসানাত কাসিম)

(০৪)
ভবিষ্যত জীবনে দ্বীনদার সন্তান হবে,ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 144 views
0 votes
1 answer 198 views
0 votes
1 answer 394 views
0 votes
1 answer 129 views
0 votes
1 answer 196 views
...