জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
مَرْجَان ، مَرْجَانَة [مر ج]
[মার্জান, মার্জানাহ]
প্রবাল
মুক্তাদানা
ক্ষুদ্র ও রঙিন একপ্রকার সামুদ্রিক মাছ
প্রবাল মাছ
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
یَخۡرُجُ مِنۡہُمَا اللُّؤۡلُؤُ وَ الۡمَرۡجَانُ ﴿ۚ۲۲﴾
উভয় সমুদ্র হতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল।
(সুরা রহমান ২২)
( لؤلؤ শব্দের অর্থ মোতি এবং مَرْجَان এর অর্থ প্রবাল। এটাও মূল্যবান মণিমুক্তা। যা বৃক্ষের ন্যায় শাখাময়। এই মোতি ও প্রবাল সমুদ্র থেকে বের হয়- মিঠা পানি থেকে নয়। আয়াতে উভয় প্রকার পানি থেকে বের হওয়ার কথা বলা হয়েছে। এর জওয়াব এই যে, মোতি উভয় প্রকার সমুদ্রেই উৎপন্ন হয়। কিন্তু মিঠা পানির স্রোতধারা প্রবাহমান হওয়ার কারণে তা থেকে মোতি বের করা সহজসাধ্য নয়। মিঠা পানির স্রোত প্রবাহিত হয়ে লোনা সমুদ্রে পতিত হয় এবং সেখান থেকেই মোতি বের করা হয়। এ কারণেই লোনা সমুদ্রকে মোতির উৎস বলা হয়ে থাকে।
(ইবনে কাসির)
تَصْرِيف ج تَصَارِيف [صرف]
[তাছ্রীফ]
কালের বিবর্তন
কালচক্র
পরিবর্তন
উত্থান-পতন
(ক্রিয়ার) রূপান্তর
পরিচালনা
চালুকরণ
নির্গতকরণ
মুক্তকরণ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
"Ummay Marzan Tashrifa"
"উম্মে" শব্দের অর্থঃ- মা।
"মারজান" শব্দের অর্থঃ- প্রবাল/মুক্তাদানা।
"তাসরিফা/তাছরিফা" শব্দের অর্থঃ- কালের বিবর্তন।
★প্রশ্নে উল্লেখিত ছুরতে বাচ্চা মেয়ের জন্য এই নাম রাখা যাবে। সমস্যা নেই।