আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
উস্তাদ একটি মাছের প্রজেক্টে আমার বাবা নাইট গার্ডের চাকরি করে।ঐ প্রজেক্টে প্রতিদিন কিছু না কিছু মাছ মারা যায়।তখন আমার পরিবারের কেউ না কেউ সেই মাছ গুলো নিয়ে আসে।কিন্তু প্রজেক্টের মালিককে সেটা জানায় না।তবে আমার আর আমার আপুর খুব ধারণা যে প্রজেক্টের মালিক এতে কিছুই মনে করবেন না।আমার বাবারও হয়তো একি ধারণা।কারণ প্রজেক্টের মালিক লোকটি আসলেই এটা নিয়ে কিছু বলার মতো লোক না। এখন আমরা কি প্রবল ধারণার উপর ভিত্তি করে উক্ত মাছ গুলো খেতে পারবো?