নিম্নক্ত নোটিশটি বৈধ হবে কিনা?
নোটিশ
বিষয়: সময়পালনে গুরুত্ব ও নতুন নিয়ম
প্রিয় সহকর্মীগণ, আস সালামু আলাইকুম
আগামী [২৮-০৭-২৪] থেকে সকলকে সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি কেউ নির্দিষ্ট সময়ের পরে আসেন, তাহলে তাকে ৩ গুণ পরিমাণ সময় অতিরিক্ত কাজ করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ ৯:১০ মিনিটে আসেন, তাহলে তাকে ৬:৩০ মিনিট পর্যন্ত অফিসের দায়িত্ব পালন করতে হবে।
[কোন বিশেষ কারণে অফিসের কর্মঘণ্টা পরিবর্তন হলে সেই স্বাপেক্ষে এই নিয়ম পরিবর্তিত হবে।]
এই নিয়মের উদ্দেশ্য হল একটি দক্ষ ও সময়নিষ্ঠ কর্মপরিবেশ তৈরি করা।
জাযাকাল্লাহ্