আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (43 points)
আসসালামু আলাইকুম মাতুল্লাহি ওয়াবারকাতুহ।
সম্মানিত উস্তাদ,এই কয়েকটি বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি।অনুগ্রহ করে পয়েন্ট আকারে উত্তর দিবেন

১/ অনেক সময় কয়েক রাকাত নামায পড়ার পর লজ্জাস্থানে আঙ্গুল দ্বারা চেক করে দেখলে কোন সাদাস্রাব পাওয়া যায়না, কিন্তু সাদাস্রাবের গন্ধ পাওয়া যায়।এই অবস্থায় আমার অযু আছে নাকি নেই কোনটা ধরে নিব?

২/কোন হারাম মাধ্যমে নিয়ে আসা মাছ তেলে ভাজার পর সেই একি তেলে যদি হালাল কোনো খাবার রান্না করা হয় তাহলে সেই খাবার কি খাওয়া জায়েয হবে?

৩/হারামের কি কোন পরিমাণ আছে?অর্থাৎ এক সরিষা দানা পরিমাণ অথবা তার থেকেও বেশি পরিমাণ হারাম খাবার যদি পেটে যায় তাহলেও কি হারাম খেয়েছি বলে গণ্য হবে?

৪/উস্তাদ নামাযের দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করার পর ভুল করে দুরুদ শরীফ পড়ে ফেললে যে সাহু সিজদা দিতে হয় সেটা আমি জানতাম না।আগে এরকম কয়েকবার হয়েছিল কিন্তু না জানার কারণে সাহু সিজদা দিইনি।এখন এরকম ভুল কোন ওয়াক্তের  এবং ফরয সুন্নত কোন নামাযে করেছি সেটা তো মনে নেই।তাহলে এবার আমার করণীয় কি?কিভাবে নামায গুলা কাজা আদায় করবো?

৫/ইস্তেহাজা অবস্থায় ওয়াক্ত থাকতে ব্লেডিং যখন থামবে তখন পরিষ্কার হয়ে ঐ ওয়াক্তের নামায পড়ে নিতে হয় সেটা আমি জানতাম না।এজন্য ইস্তেহাজার ব্লেডিং থেমে থেমে হোক কিংবা চলমান থাকুক সর্বাবস্থাতেই আমি নামাযের ওয়াক্ত থাকতে নিজের ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন অযু করে নামায পড়তাম।এজন্য কি আমার নামায গুলা হয়নি?কাজা আদায় করতে হবে?আর এমনটা কত বার করেছি সেটা তো ধারণাও করতে পারছিনা।তাহলে নামায গুলা কাজা হয়ে থাকলেও কিভাবে আদায় করবো?
৬/ কোন সরকারি গাছ যার তত্ত্বাবধানে কিছু লোক রয়েছে।ঐ লোক গুলো গাছ গুলোর কিছু ডাল কেটে ফেলে দেওয়ার পর কেউ যদি ডাল গুলো  নিয়ে রোপন করে এবং সেই ঢাল থেকে যদি গাছ হয়ে ফল ধরে তাহলে সেই ফল কি খাওয়া যাবে? যেহেতু সেটা সরকারি গাছের ডাল ছিল তাই বলছি হালাল হবে কিনা?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সাদাস্রাবের গন্ধ পাওয়ার কারণে অযু চলে গেছে, এমনটা ভাবা যাবে না। 

(২)কোন হারাম মাধ্যমে নিয়ে আসা মাছ তেলে ভাজার পর সেই একি তেলে যদি হালাল কোনো খাবার রান্না করা হয়, তাহলে সেই খাবার খাওয়া জায়েয হবে। 

(৩)  এক সরিষা দানা পরিমাণ অথবা তার থেকেও বেশি পরিমাণ হারাম খাবার যদি পেটে যায়, তাহলে  হারাম খাওয়া হয়েছে বলে গণ্য হবে। 

(৪) নামাযের দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করার পর  দুরুদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদা আসে না।হ্যা,প্রথম বৈঠকে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে। 

(৫)  ইস্তেহাজার ব্লেডিং থেমে থেমে হোক কিংবা চলমান থাকুক সর্বাবস্থাতেই নামাযের ওয়াক্ত থাকতে নিজের ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন অযু করে নামায পড়লে কোনো সমস্যা হবে না।

(৬)কোন সরকারি গাছ যার তত্ত্বাবধানে কিছু লোক রয়েছে।ঐ লোক গুলো গাছ গুলোর কিছু ডাল কেটে ফেলে দেওয়ার পর কেউ যদি ডাল গুলো  নিয়ে রোপন করে এবং সেই ঢাল থেকে যদি গাছ হয়ে ফল ধরে তাহলে সেই ফল খাওয়া যাবে কি না? সে সম্পর্কে ইলামাদের মতবিরোধ রয়েছে।তবে  বিশুদ্ধ কথা হল, হারাম হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...