ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সাদাস্রাবের গন্ধ পাওয়ার কারণে অযু চলে গেছে, এমনটা ভাবা যাবে না।
(২)কোন হারাম মাধ্যমে নিয়ে আসা মাছ তেলে ভাজার পর সেই একি তেলে যদি হালাল কোনো খাবার রান্না করা হয়, তাহলে সেই খাবার খাওয়া জায়েয হবে।
(৩) এক সরিষা দানা পরিমাণ অথবা তার থেকেও বেশি পরিমাণ হারাম খাবার যদি পেটে যায়, তাহলে হারাম খাওয়া হয়েছে বলে গণ্য হবে।
(৪) নামাযের দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পাঠ করার পর দুরুদ শরীফ পড়ে ফেললে সাহু সিজদা আসে না।হ্যা,প্রথম বৈঠকে পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে।
(৫) ইস্তেহাজার ব্লেডিং থেমে থেমে হোক কিংবা চলমান থাকুক সর্বাবস্থাতেই নামাযের ওয়াক্ত থাকতে নিজের ইচ্ছে মতো যখন ইচ্ছে তখন অযু করে নামায পড়লে কোনো সমস্যা হবে না।
(৬)কোন সরকারি গাছ যার তত্ত্বাবধানে কিছু লোক রয়েছে।ঐ লোক গুলো গাছ গুলোর কিছু ডাল কেটে ফেলে দেওয়ার পর কেউ যদি ডাল গুলো নিয়ে রোপন করে এবং সেই ঢাল থেকে যদি গাছ হয়ে ফল ধরে তাহলে সেই ফল খাওয়া যাবে কি না? সে সম্পর্কে ইলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ কথা হল, হারাম হবে না।