আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
80 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (33 points)
১।স্বামী যদি ৪ মাসের উপরে  বিদেশে থাকা অবস্থায় তালাক দেয় তার কি ইদ্দত পালন করতে হবে আর যদি হয় কতদিন করতে হবে?

২।কেউ যদি ধর্ষন চেষ্টা করে তার ইসলামিক শাস্তি কি?


৩।কাউকে ব্ল্যাকমেইল বা জোর  করে বিয়ে করলে কি বিয়ে হয়ে যাবে

1 Answer

0 votes
by (568,410 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) স্বামী যদি ৪ মাসের বেশী বিদেশে থাকে, এমতাবস্থায় তালাক দিলেও তিন হায়েয বা তিন মাস ইদ্দত পালন করতে হবে। এখানে যদিও দীর্ঘদিন যাবৎ সহবাস হচ্ছে না, তথাপিও এটা সতর্কতামূলক পদক্ষেপের আলোকে রচিত বিধান।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- 1457

الدر المختار  مع حاشیته لابن عابدین(3 / 505):"( ثلاث حيض كوامل ) لعدم تجزي الحيضة فالأولى لتعرف براءة الرحم والثانية لحرمة النكاح والثالثة لفضيلة الحرية.(قوله: فالأولى الخ ) بيان لحكمة كونها ثلاثاً مع أن مشروعية العدة لتعرف براءة الرحم أي خلوه عن الحمل وذلك يحصل بمرة فبين أن حكمة الثانية لحرمة النكاح أي لإظهار حرمته واعتباره حيث لم ينقطع أثره بحيضة واحدة في الحرة والأمة وزيد من الحرة ثالثة لفضيلتها".فتح القدیر لکمال ابن الهمام  (9 / 250):"ثُمَّ كَوْنُهَا تَجِبُ لِلتَّعَرُّفِ لَا يَنْفِي أَنْ تَجِبَ لِغَيْرِهِ أَيْضًا، وَقَدْ أَفَادَ الْمُصَنِّفُ فِيمَا سَيَأْتِي أَنَّهَا أَيْضًا تَجِبُ لِقَضَاءِ حَقِّ النِّكَاحِ بِإِظْهَارِ الْأَسَفِ عَلَيْهِ ، فَقَدْ يَجْتَمِعَانِ كَمَا فِي مَوَاضِعِ وُجُوبِ الْأَقْرَاءِ وَقَدْ يَنْفَرِدُ الثَّانِي كَمَا فِي صُوَرِ الْأَشْهُرِ ، بِخِلَافِ غَيْرِ الْمُتَأَكِّدِ وَهُوَ مَا قَبْلَ الدُّخُولِ لَا يُؤْسَفُ عَلَيْهِ إذْ لَا إلْفَ وَلَا مَوَدَّةَ فِيهِ". فقط واللہ اعلم

(২)কেউ যদি ধর্ষন চেষ্টা করে, তাহলে শাস্তি কাজী বা রাষ্ট নির্ধারণ করবে। অর্থ্যাৎ আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে রাস্ট্র যা মুনাসিব মনে করবে, সেটাই দিবে। তবে ধর্ষণ করে নিলে তার শাস্তি ভয়ানক।বিবাহিতের ক্ষেত্রে রজম বা পাথর মেরে মৃত্যুদণ্ড আর অবিবাহিতের ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত ও কাজী/বিচরক/সরকার কর্তৃক অতিরিক্ত শাস্তি।

(৩) কাউকে ব্ল্যাকমেইল বা জোর  করে বিয়ে করা কখনো জায়েয হবে না। তবে কবুল বলে ফেলে বিবাহ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...