লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়।
মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪
হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮
বিস্তারিত জানুনঃ
https://www.ifatwa.info/4350 নং ফাতাওয়ায় উল্লেখ রয়েছেঃ-
নামাযের কেরাতে যদি তাজবীদে ভূল হয়,যাকে লাহলে খাফী বলা হয়,তাহলে উক্ত নামাযকে দোহড়ানের প্রয়োজন নেই।
তাজবীদ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1126
তবে যদি নামাযে এমন কোনো ভূল হয়,যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়,(এক্ষেত্রে তাজবীদ বিভাগের লাহনে জালী গ্রহণযোগ্য নয়,কেননা তাজবীদের পরিভাষায় এক হরফের স্থলে অন্য হরফ পড়ে নিলেই লাহনে জলী হয়ে যায়,চায় নিকটবর্তী মাখরাজ হোক বা দূরবর্তী মাখরাজ হোক,চায় অর্থ সঠিক থাকুক বা নাই থাকুক)কিন্তু ফুকাহায়ে কেরাম দূরবর্তী মাখরাজের উচ্ছারণের সময়ে এবং অর্থ বিগড়ে যাওয়ার সময়ে নামাযকে ফাসিদ হওয়ার ফাতাওয়া দিয়ে থাকেন।
সুতরাং নামাযে কোনো হরফ উচ্ছারণের সময়ে,সেই হরফের স্থলে তার দূরবর্তী মাখরাজের কোনো হরফ উচ্ছারিত হয়ে গেলে,এবং অর্থ বিগড়ে গেলে নামায ফাসিদ হয়ে যাবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।
আরো জানুনঃ-
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
গলায় ব্যাথার জন্য আপনি যদি মুখে উচ্চারণ না করে সলাত আদায় করেন,সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবেনা।
সুরা ফাতেহা ও অন্য সুরা (বড় আয়াত হলে এক আয়াত আর ছোট আয়াত হলে ৩ আয়াত পরিমান) উচ্চারণ করতেই হবে।
এক্ষেত্রে সালাত আদায়ে আপনার যদি কখনো কখনো মাখরাজ আদায় না হয়,সেক্ষেত্রে সালাত ভেঙ্গে যাওয়ার মতো অর্থ বিকৃত হলে সালাত ভেঙ্গে যাবে।
(০২)
এক্ষেত্রে অর্থ বিকৃত হলে যদি কোনো কুফরি অর্থ হয়,বা শরিয়াহ বিরোধী অর্থ হয়,সেক্ষেত্রে জেনে শুনে করলে এটা জায়েজ নেই।
তবে না জেনে শুনে এভাবে তিলাওয়াত করলে অনেকেই বলেছেন যে অনিচ্ছাকৃত এই ভুলের দরুন গুনাহ হবেনা।
(০৩)
মনে মনে পড়লে কার্যকর হবেনা।
মুখে পড়তে হবে।
মাখরাজ আদায় না করার দরুন শরিয়াহ বিরোধী অর্থ না হলে আপনার এগুলো কার্যকর হবে।