১/এক বোনের প্রশ্ন
আমাদের কাছের এক আত্মীয় আমার জাওযের ব্যাপারেে স্বপ্ন দেখছে উনি উনার নানার কবরে কুরআন তিলাওয়াত করতেছে, কবর জিয়ারত করতেছে এবং এটা বলতেছে উনি (স্বামী)শীগ্রই কবরে পৌঁছাবে। এর ব্যাখ্যা কি?
২/যাদের ওজন কম খাবার বেশি খাবার খাওয়া প্রয়োজন কিন্তু দেখা যায় অল্প খেলেই পেট ভরে যায়।এইক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিতে খাবার কিভাবে খাবে জানতে চাচ্ছি?
এমন একটা হাদিস আছে যেখানে এমন ছিল,(এক্সেক্ট মনে নেই
যে পেটের এক ভাগ পানি,এক ভাগ খাবার,এক ভাগ বাতাস দিয়ে পূর্ণ করতে।
এইক্ষেত্রে এর ব্যাখার কি?যাদের খাবার অল্প খেলেই পেট ভরে যায় তারা কিভাবে খাবে?