ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
টাইম ভ্যালু অব মানি সম্পর্কে উলামাদের মতবিরোধ পরিলক্ষিত হয়।
(এক)
ইমাম আবু হানিফা রাহ এর মতে টাইম ভ্যালু অব মানি গ্রহণযোগ্য নয়। বরং যার কাছে যত টাকা পাওনা ছিলো, যেভাবেই পাওনা থাকুক না কেন? যতদিন পরই পরিশোধ করা হোক না কেন? পরিশোধের সময় ঠিক তত টাকাই পরিশোধ করা হবে, অতিরিক্ত কিছুই পরিশোধ করা হবে না। এটা শাফেয়ী, হাম্বলী এবং মালিক মাযহাবের একাংশ উলামাদের সিদ্ধান্ত।
الدر المختار: (868/3، ط: سعید)
الدیون تُقضی بأمثالہا۔
بحوث فی قضایا معاصرۃ: (ص: 174، ط: مکتبة دار العلوم کراتشی)
والذي یتحقق في النظر في دلائل القرآن والسنۃ ومشاہدۃ معاملات الناس أن المثلیۃ المطلوبۃ في القرض ہي المثلیۃ في المقدار والکمیۃ، دون المثلیۃ في القیمۃ والمالیۃ۔
(দুই)
মালিকি মাযহাবের বিশিষ্ট আলেম আল্লামা রাহুতি রাহ এর মতে টাকা বাজার মূল্যে বেশী পরিবর্তন আসলে, কেবল তখনই বর্তমান বাজার মূল্য গ্রহণযোগ্য হবে নতুবা গ্রহণযোগ্য হবে না।
(তিন)
ইমাম আবু ইউসুফ রাহ এর মতে বর্তমান সময়ের বাজার মূল্য হিসেবে ঋণ বা পাওনা পরিশোধ করা হবে চায় বাজার মূল্যে পরিবর্তন বেশী হোক বা কম হোক।এটাই গ্রহণযোগ্য মতামত।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
২০১৯ সালের তুলনায় বর্তমানে জিনিসপত্রের দাম বেড়েছে এবং টাকার মান কমেছে। এখন ১ লক্ষ ৬০ হাজার টাকা মোহরানা পরিশোধ করলে হবে না। বরং দুইজন ন্যায় পরায়ন ব্যক্তিকে সামনে রেখে কিছু বেশী পরিশোধ করতে হবে।