পড়াশোনায় অস্থিরতা এবং উত্তম নাসিহা চেয়ে - Islamic Fatwa (ifatwa.info)
গত প্রশ্নের ১ নং সমস্যার জন্য রুকইয়াহ র পরামর্শ দেয়া হয়েছে । এ নিয়ে বিস্তারিত খুজতে গিয়ে আমি দেখলাম লক্ষণ অনুযায়ী
*বদনজরে পুরোপুরি আক্রান্ত (লক্ষণ য়ের ৮ টা পয়েন্ট ছিল ৭ টার সাথেই আমার সমস্যার মিল)
*ওয়াসওয়াসা এও পুরোপুরি আক্রান্ত (লক্ষণ য়ের ৭ টা পয়েন্ট ছিল সব গুলোর সাথেই আমার সমস্যার মিল )
*জিনের আসর এ আক্রান্ত হবার লক্ষণ এর সাথে ও কিছু মিল রয়েছে আমার সমস্যা গুলোর সাথে । উদাহরনসরূপ ঘুম ও ঠিক ভাবে হয় না , ১-২ ঘন্টার বেশি একটানা ঘুমাতে পরি না এবং ১-২ ঘন্টার মাঝেই ৩-৪ বার ঘুম ভেঙে যায় । ঘুম থেকে উঠার পর শরীর ব্যথা । বাকি সকল ফরজ ওয়াজিব সুন্নাহ পালন করলেও কুরআন তিলায়ত এ অনীহা (কিন্তু সবসময় ই তিলয়ত শুনি ) । * আমি গতকাল কুরআন শিখার জন্য এখানে মাদ্রাসা তে উসটজ এর সাথে কথা বলি এবং আসর এর পর আসব নামাজ শেষ এ এমন কথা হয় , আমি যখন এ নিয়ত এ বের হয় তখন থেকে প্রচন্ড পেট ব্যাথা শুরু হয় , জামায়াতে নামাজ না পড়লে হয়ত নামাজ ছেড়ে দিতে হত । কিন্তু আমি তারপড়েও নামাজ শেষ এ পড়তে যাই আলহামদুলিল্লাহ ,যাওয়ার পর আর সমস্যা হয় নি , আবার আজ সকালে গতকালের ন্যায় প্রচন্ড পেট ব্যাথা হয় এমন পেট ব্যাথা গত ১৫-১৬ বছরে হয় নি যতদূর মনে পরে ছোট তে মাঝে মাঝেই হত ।
আমি আমার আম্মুকে পুরো ঘটনা বিস্তারিত বলার পর বলে তোমার নানী এবং খালামনি ও এমন সন্দেহ করছিল তোমাকে দেখে (অনেক বেশি শুকায়া গেছি নাকি তারা বলছে )।
কিন্তু আমি ঢাকায় থাকি এমন সমস্যা এই প্রথম , বিশুদ্ধ আকীদার রাকী আমি কিভাবে খুজব ? আর আম্মু বলছে নিজে নিজে রুকইয়া কর কারও কাছে খবরদার যাবা না উনি ভয় পাচ্ছে তারা কেমন হবে না হবে ।
১ । এখন আমি চাচ্ছি নিজে নিজে রুকাইয়া করতে বদনজর এবং ওয়াসওয়াসা এর জন্য নিজে করার সাহস পেলেও জিনের আসর য়ের জন্য নিজে করার সাহস পাচ্ছি না , যদি নিজে করতে যাই কোন সমস্যা হবে কি ? কি কি সতর্কতা অবলম্বন করতে পরি ?
২। আর যদি ভাল কোন মুদাববির এর সন্ধান পাই তাহলে আম্মুকে না জানিয়ে যাওয়া ঠিক হবে কি না ?
আজকে একটা সপ্ন দেখি যে একজন রাকী আমাকে বলতেছে যে একজনের অমুক জাদু নষ্ট করলাম , আরেকজন য়ের অমুক জাদু নষ্ট করলাম । কেন জানি উনি প্রমাণ করতে চাচ্ছেন উনি অনেক কিছু পারেন আর আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছেন কিন্তু আমি উনার আকীদা নিয়ে চিন্তিত এজন্য চুপচাপ আছি ( হঠাৎ আমার রুমমেট বন্ধু আমাকে ডেকে দেয় উঠে দেখি ৫ টার মত বাজে ফজর এর সময় শেষ হতে ১০-১৫ মিনিট আছে )
নরমালি আমি এ সময়ে ঘুমে থাকি ই না কখনও , এই সপ্ন টার কোন মনে থাকতে পারে ? উল্লেখ্য যেহেতু গতকাল সব সময় এসব বিষয় নিয়েই ভেবেছি এজন্য কি হতে পারে নাকি কোন মনে আছে ঘুম থেকে উঠার পর খেয়াল করলাম আমি উপুড় হয়ে শুয়ে ছিলাম ?
আমি খুবই শংকিত বিষয় গুলো নিয়ে ।