ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রীর মধ্য থেকে কোনো একজন কাফির হলে, বা কারো জবান দিয়ে কুফরি কিছু বের হলে,তখন ঈমান চলে যাবে,উক্ত স্বামী স্ত্রীর মধ্যকার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে তবে তালাক হবে না। বিবাহ বিচ্ছেদের ইদ্দত তিনমাস পালন করতে হবে। তিন মাস ইদ্দত পালনের মধ্যকার যদি ঐ ব্যক্তি তাওবাহ করে কালিমা পড়ে নেয়, তাহলে ঈমান নবায়ন করে নিলেই তারা পরস্পর স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে পারবে।
لما الفتاوى الهندیة:
"ارتد أحد الزوجين عن الإسلام وقعت الفرقة بغير طلاق في الحال قبل الدخول وبعده."
(کتاب النکاح، الباب العاشر فی نکاح الکفار، جلد:1، صفحہ:339، طبع: دار الفکر)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ভুলে ঈমান হারিয়ে সাথে সাথেই তওবা করে ঈমান নিয়ে আসলে বৈবাহিক সম্পর্ককে নবায়ন করতে হবেনা।
(২) ভুলে ঈমান হারানোর পর যদি কেউ দেরিতে বুঝতে পারে যে, তার ঈমান নেই। তখন ঈমান আনলে বৈবাহিক সম্পর্ক বজায় থাকবে না।
(৩) ভুলে কুফরি ও শিরক করলে ঈমান চলে যাবে না।
তবে অজ্ঞাতসারে কুফরি কালিমা বলে ফেললে, উলামাদের মতভেদ রয়েছে। হানাফি মাযহাবের সিদ্ধান্ত মুতাবেক তখন ঈমান চলে যাবে।