ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিত।
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِرَاشٌ لِلرَّجُلِ وَفِرَاشٌ لِأَهْلِهِ وَالثَّالِثُ لِلضَّيْفِ وَالرَّابِعُ لِلشَّيْطَانِ
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের(স্বামীর) জন্য একখানা চাদর (কামরা), তার স্ত্রীর জন্য একখানা চাদর(কামরা) এবং তৃতীয়টি অতিথির জন্য। আর চতুর্থটি শয়তানের জন্য।(সুনানু নাসাঈ-৩৩৮৮,মুখতাসার মুসলিম ১৩৫৩, সহীহ জামে' আস-সগীর ৪১৯৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনাদের উচিৎ ছিলো যে, আপনারা মেহমানদের জন্য একটি কামরা অতিরিক্ত রাখবেন। যাইহোক,আপাতত মেহমানদের জন্য অতিরিক্ত কামরার ব্যবস্থা করে নিবেন।যদি সম্ভব না হয়, তাহলে ড্রয়িং রুমে মেহমানদেরকে ব্যবস্থা করে দিবেন। অথবা ড্রয়িং রুমে দরজা লাগিয়ে নিজেরা থাকবেন,তখন আর হুট করে কেউ আসতে পারবে না।