আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১) মেয়েরা চুমকিওয়ালা জামা পড়তে পারবে, যেগুলোতে চুমকি, ডলার,স্টোন লাগানো থাকে সে জামাগুলো পড়া যাবে কি না?
যদিও গায়রে মাহরাম মানা হয়।এরকম শুনা যায় যে চুমকিওয়ালা,ডলার লাগানো জামা পড়া যাবে না,এটা কি সঠিক?
২)কোরো সাথে বিবাহের জন্য ইস্তেখারা করলে মনে কোন পরিবর্তন বুঝতে না পারলে করণীয় কি হবে? হ্যাঁ/ না কোন কিছুই বুঝতে না পারলে কিভাবে ডিসিশন নিবে?
৩)সহশিক্ষা ছাড়তে চাইলে পরিবারকে কিভাবে বুঝানে যেতে পারে? যদিও ওনারা এটা মানতে চাইবেন না,তথাপি যাতায়াত, দৃষ্টি হেফাজত, ক্লাস,প্রেজেন্টেশন,ভাইবা,গ্রুপ ওয়ার্ক, ইত্যাদি তে প্রচুর ফিতনা রয়েছে।
উনারা মনে করেন আগেও এমন ছিলো.. পর্দা মেনেও অনেকে পড়ছে,নিজে ভালো থাকলে সবই ভালো,ইত্যাদি বলে থাকেন..