আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ ।
আমার কিছু বিষয়ে পরামর্শ প্রয়োজন ছিল.
আমি আর আমার বউ দুইজন এর সম্পর্ক ইদানিং অনেক জগরা হয়, আমি আমার খারাপ লাগা বিষয় গুলো তাকে বলি ঝা তার মধ্যে আছে যেমন
আমি তাকে নিষেধ করি আমি রাগ করলে সেও রাগ না করতে
রাগ করে আমার সাথে ঘম্বির সভাব না করতে, মুখে মুখে তর্ক না করা অন্যন্য বিষয় এবং আমি যদি তার ছোট খাটো ভুল ধরিয়ে দেই ভা তার কোনো কিছু খারাপ লাগলে যদি তাকে বলি সে সাথে সাথে মন খারাপ করে নেয় এবং আমকে বলে আমি বিয়ের ২ দিন পর থেকে তার ভুল ধরে ধরে তাকে ভেঙ্গে ফেলায় সে এখন আর কথা শুনতে পারে না এবং আমি তার এইসব ভুল বার বার নিষেধ করার পর ও করার কারণে আমি তার উপরে আর রেগে যাই যার জন্য আমি তাকে শাসন করি কিন্তু তখন সে আমার অবাধ্য হয় আমার সাথে কঠোর খোটা দিয়ে এবং তর্ক করে ঝা আমি আরো রেগে যাই। আমি তার নিষেধ করা ভুলের জন্য তার উপর রেগে ধর্য হারিয়ে তাকে ভালো ভ খারাপ ভাবে ও ভুজাই সে আমার কথা আমার মনে হয় এক কানে শুনে আরেক কানে বার করে আমার কথা আমলে নেয় না, আমি যদি বলি আমি আর কি করবো বলো বা আমার নিজের ও তার নিজের এইসব ভুল ঠিক করার উপায় কি তখন সে এইগুলো ই বলে তুমি আমাকে শাসন বোকা আমার এত ভুল ধরে এ ভেঙ্গে দিসো।
আমি জানি আমি ভালো খারাপ ২ ভাবে ই তাকে ভূজাই শাসন করি কিন্তু তার এই খারাপ মানুষ এর মত ও আমার অবাধ্যতা ভেরেই চলেছে এখন আমাদের কিভাবে সম্পর্ক ভালো করা যায় যদি দুইজন এর জন্য উপদেশ থাকতো।