আমি নতুন করে জন্ম নিবন্ধন বানাতে চাচ্ছিলাম, আগের বানানো যেটা সেটার অনলাইন কপি নেই তারজন্য আর তথ্য সংশোধন ও দরকার।
জন্ম স্থান, স্থায়ী ঠিকানা ২টাই নানুর বাড়ি দেয়া, দাদুর বাড়ি যেহেতু নেই। কিন্তু ঢাকাতেই থাকা হয় বিধায় এখানে নিবন্ধণ পত্র তৈরি করতে চাচ্ছিলাম, ঢাকাতে স্থায়ী কিছু নেই।
কাউন্সিলর অফিস থেকে বলেছে হয় জন্মস্থান ঢাকা দিতে হবে নয়তো নানুর বাড়ির ওখান থেকেই বানাতে হবে। কিন্তু স্থায়ী ঠিকানা দেয়া লাগে তাই নানুরবাড়ির ঠিকানা দেয়া হয় সবখানে। জন্মস্থান ঢাকা দিয়ে নিবন্ধন পত্র তৈরি কি জায়েজ হবে?