/ ইস্তেখারার সময়ে আরো কয়েক দিন পর একদিন স্বপ্নে দেখি যাকে নিয়ে ইস্তেখারা করেছিলাম:-
আমি ঐ ছেলের বাড়িতে গিয়েছি সেখানে তার আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছি।তারপর দেখি ঐ ছেলেকে বরের সাজে ও ঐখানে বিয়ের অনেক আয়োজন করা হয়েছে এবং সে ছেলে ও ভীষণ খুশি।তারপর লাল শাড়ি পড়া একটা মেয়ে দেখি যে ঐ ছেলের বউ।তার মুখ দেখার জন্য আমি ঘোমটা উঠাই আর একটা মেয়ে কে দেখি যে দেখতে কিছু টা আমার মতো তবে পুরোপুরি আমার মতো না। তারপর দেখি আমি আমার বাসায় ঐ ছেলের বিয়ের ভিডিও ফোনে দেখতেছি আর বলতেছি এই ছেলের সাথে আমার বিয়ে হবে মানুষজন সবাই জানতো এখন অন্য মেয়ের সাথে হইছে কেউ কিছু জিজ্ঞেস করলে কি বলবো এই সব ভেবে আমার মন খারাপ। তারপর দেখি ঐ ছেলে নাকি পছন্দ করে তার বউকে বিয়ে করেছে মানুষ এসব বলাবলি করছে সাথে আরো অনেক কিছু। এখন এই স্বপ্নের সাথে ইস্তেখারার কি কোন সম্পর্ক আছে? ব্যাখ্যা কি?
২/২য় প্রশ্ন : জিনে আক্রান্ত ব্যাক্তি এমন কোন ছেলে/মেয়ের প্রতি দুর্বল যে ছেলে/ মেয়েকে শুধু জিনে আক্রান্ত ব্যাক্তি ই চিনে।যার প্রতি দুর্বল ঐ ছেলে/মেয়ে তাকে (জিনে আক্রান্ত ব্যাক্তি কে)কোন ভাবেই চিনেনা। গুনাহের ভয়ে জিনে আক্রান্ত ব্যাক্তি তাকে ভুলে গিয়ে তার প্রতি ঘৃণা তৈরি করে কিন্তু যখন জিনের সমস্যা বাড়ে তখন সে ঐ ছেলে/মেয়ের প্রতি ভীষণ দুর্বলতা অনুভব করে।আর যখন জিনের সমস্যা শুরু হয় তখনই হঠাৎ ঐ ছেলে/মেয়ের প্রতি সে দুর্বল হয়ে পড়ে।এখন ঐ ছেলে/মেয়ের প্রতি কি কোন ভাবে কি জিনেরা আসক্তির জাদু করতে পারে?(সম্ভাবনা আছে?) যার কারণে বারবার তার প্রতি দুর্বল হয়ে পড়ে ঘৃণা তৈরি করার পরও।আর ঐ ছেলে/মেয়ে জিনে আক্রান্ত ব্যাক্তি কে কোন ভাবেই চিনেনা নয়তো ভাবতে পারতাম যে তারা জিনে আক্রান্ত ব্যাক্তি কে আসক্তির জাদু করেছে।