আমি বিএসসি ইন নার্সিং কোর্স এ ভর্তি হই বেশ কয়েক বছর আগে। মূলত আমার পরিবার আর্থিক ভাবে খুব বেশি সচ্ছল না হওয়ার কারণে আমাকে ভার্সিটি পড়াশুনা বাদ দিয়ে( যেহেতু ভার্সিটি পড়াশুনায় খরচও বেশি তুলনামূলক, আবার চাকরি পাওয়া ও কঠিন নার্সিং এর তুলনায়) শর্ট কাট এ নিশ্চিত চাকরির জন্য নার্সিং পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, আর আমিও ভর্তি হয়ে যায় এই কোর্সে। ওই সময় আমার পর্দার বিধান ও অন্যান্য দ্বীনি বুঝ সম্পর্কে ধারণা ছিল না তেমন। কিন্তু বর্তমানে আমি পর্দার বিধাম ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে জানতে পারছি এবং আলহামদুলিল্লাহ মেনে চলার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ইতিমধ্যে আমার নার্সিং কোর্সের পড়াশুনার ফাইনাল এক্সাম ও শেষ। কিন্তু সামনে আমার ৬ মাসের ইন্টার্নশিপ রয়েছে, এমতাবস্থায় আমার পরিবারেকে (আমার বাবা, মা ও স্বামী কে) আমি জানায় যে আমি ইন্টার্নশিপ করবো না, কিন্তু তারা এটা মানতে নারাজ। সবার এক কথা " এত বছর পড়াশুনা করেছো এখন শেষ করো আর তো মাত্র ছয় মাস" ।( অবশেষে আমি পরিবারের সবাইকে যখন বলেছিলাম যে নার্সিং এ চাকরি করবো না যদিও পরিবারের সবাই তখন আমাকে এই বিষয় এ আশ্বস্ত করেছে যে তারা আমাকে নার্সিং এর চাকরি করা নিয়ে কোনো রকম জোরাজুরি করবে না, এটা একান্তই আমার ইচ্ছার ওপর।।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি শুধুমাত্র মহিলাদের সেবা দেই এবং লম্বা ঢিলা কামিজ, আপ্রণ,পাজামা, হিজাব নিকাব, পা মোজা জুতা পরি আমার ইন্টার্নশিপ করতে চাই তাহলে কি এটা আমার জন্য জায়েজ হবে?... মানে এই ড্রেস কোড এ আসলেই পর্দার বিধান মান্য হবে??
উল্লেখ্য, হাত মোজা পড়ে patient care দেওয়া টা বেশি কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে হাত মোজা ছাড়া কি পর্দা হবে?