ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : ( إِنَّ سُورَةً مِنْ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً ، شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ ، وَهِيَ سُورَةُ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,কুরআনের একটি সূরা যার ত্রিশটি আয়াত রয়েছে,ঐ সূরাটি তার তেলাওয়াতকারীর জন্য মাগফিরাতের দু'আ করবে।এই সূরাটি হল,সূরা মূলক।(সুনানু তিরমিযি-২৮৯১,মসনদে আহমদ-৭৯১৫) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1830
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসের ভাষ্য থেকে বুঝা যায় যে, কবরের আজাব থেকে রেহাই পাওয়ার জন্য পূরিপূর্ণ ৩০ আয়াত-ই পড়তে হবে। কেউ যদি প্রথম ৫/১০ আয়াত পড়ে তাহলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যাবে কি না? তা আল্লাহই ভালো জানেন। এজন্য পূরিপূর্ণ ৩০ আয়াতই পড়া উচিৎ।
(২)
ইউটিউব ভিডিও এর thumbnail বানিয়ে দিয়ে সেটার জন্য পারিশ্রমিক নেওয়া জায়েয কি না?
জবাবটি ব্যখ্যা সাপেক্ষ্যে। ইনকাম মাকরুহ হবে।
(৩) ফেইস রি মেইক করা নাজায়েয।
(৪) আপনার মায়ের আপন মামা/চাচা আপনার জন্য মাহরাম।
(৫) এডসেন্স এর মাধ্যমে ইনকাম করা সন্দেহপূর্ণ। তাই এত্থেকে বেচে থাকতে হবে।
(৬) টেরাবক্স এর মাধ্যমে ইনকাম করা সন্দেহপূর্ণ। তাই এত্থেকে বেচে থাকতে হবে। কেননা হারাম এড শো হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়।