আসসালামু আলাইকুম
মুহতারাম,
আমি একখানা ফিকহের মূলতনীতি সম্ভত কাওয়াইদুল ফিকহের কিতাবের শরাহতে পড়েছি যে -
কোনো কিছু বিক্রয় করার সময় বিক্রেতা কর্তৃক ক্রেতার কাছে এমন শর্ত করা যাবে না যে বস্তুটি বিক্রয়ের পর অন্য কারো কাছে বিক্রয় করা যাবে না অথবা অন্য কাউকে উপহার দেওয়া যাবে না অথবা অন্য কাউকে এই বস্তু দ্বারা উপকার হাসিল করতে দেওয়া যাবে না।
এখন আমার প্রশ্ন হলো এই মূলনীতি গুলো সঠিক কি না?
অনলাইনে HSC পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন প্রাইভেট পড়ানো হয়। কোনো বিষয়ের কয়েকটা অধ্যায় কিংবা সম্পূর্ণ বই পড়ানো হয় কোর্স আকারে।কোর্সের নিদির্ষ্ট পরিমাণ মূল্য পরিশোধ করে কোর্সে ভর্তি হতে হয়।ভর্তি হলে অনলাইনে ক্লাস করানো হয়।সেই রেকডেড ক্লাস এবং সংশ্লিষ্ট কোর্সের বিভিন্ন pdf আকারে বই দেওয়া হয় কোর্সটি যে কিনেছে তাকে।আমি এরকম একটি কোর্স কিনলাম।
এখন আমার প্রশ্ন হলো যদি কোর্স বিক্রেতা কর্তৃপক্ষ এরকম কোনো শর্ত উল্লেখ করে বিক্রি করে যে এই রেকডেড ক্লাস গুলো অথবা pdf কাউকে দিতে পারবা না, তাহলে আমি যদি আমার একজন বন্ধুকে দেই রেকডেড ক্লাস গুলো অথবা pdf দেই তাহলে কি আমার গুনাহ হবে?
যদি বিক্রেতে কর্তৃপক্ষ কোর্স বিক্রয়ের সময় এমন কোনো শর্ত উল্লেখ না করে থাকে তাহলে কি আমি আমার বন্ধুকে কোর্সের ক্লাস বা pdf
দিলে কোনো গুনাহ হবে?
যদি বিক্রেতা কর্তৃপক্ষ কোর্স বিক্রয়ের সময় কাউকে না দেওয়ার শর্ত আরোপ করে না থাকে,তখন আমি কোর্স কিনে আমার বন্ধুকে দিয়েছি কোর্সের pdf।তারপর আমি আমার বন্ধুকে কোর্সের pdf দেওয়া পর কোর্স বিক্রতা কর্তৃ পক্ষের কাছে জানতে চাইলাম তাদের কোর্সের pdf অন্য কাউকে দেওয়া যাবে কি না?তখন তারা বলল যে দেওয়া যাবে না।তাহলে আমি যে আমার বন্ধুকে কোর্সের pdf দিয়েছি তাতে কি আমার গুনাহ হবে?
উপরে শর্ত আরোপ করার বিবেচনাই যেই তিনটা সুরুত বর্ণনা করলাম সেই তিন ক্ষেত্রেই যদি আমার বন্ধুকে pdf দেওয়ার মাধ্যমে যদি বিক্রেতা কর্তৃপক্ষের কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা না থাকলে তাহলে কি আমি আমার বন্ধুকে কোর্সের pdf দিতে পারব?কারণ নিশ্চিত যে আমার বন্ধু তাদের কোর্স কিনবে না।যার ফল তার কাছে pdf শেয়ার করার কারণে বিক্রতা কর্তৃপক্ষের কোনো আর্থিক ক্ষতি হওয়া সম্ভাবনা পরিলক্ষিত হয় না।
যদি উপরে উল্লেখ করা মূলনীতি বিশুদ্ধ হয়ে থাকে তাহলে এই মূল নীতি সমূহ কি অনলাইন কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?