আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
57 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আসসালামু আলাইকুম  আমার স্বামি ব্যাংক থেকে সুদে টাকা তুলবে এইখানে তার বউয়ের সাইন এখন বউ দিবে না গুনাহ হবে বলে এখন স্বামি আমার সাথে কথা বলে না আমি মেসেজ দিছি আর বলে তোর সাথে কিসের কথা তুই আমার কোন কথা শুনছ না তোর বাবা মার কথা শুনছ না ঘাড় তেরা মত থাকবি তোরে দিয়া আমার কোন কাজে আসবে না তুর তার সাথে কিসের কথা তারপর আমি বলছি ভালো না লাগলে ছেড়ে দেন তারপর আমার স্বামি আমার বাবাকে কল দিয়া আমার নামে বিচার দিয়া আমাকে বলছে তার বাড়ি থেকে নিয়া যাইতে এখন কি আমার তালাক হবে এই কথার উপর সে এক কিস্তি শেষ হইলেই আরেক কিস্তি উঠায় এইদিক দিয়া আমার সন্তান এনআইসিউ থেকে কত রোগ নিয়ে ১মাস থেকে আসছে এখন আবার হার্ট ছিদ্র তারপর আমার  স্বামি জায়গা কিনব ৯/১০ লাখ টাকা কিস্তিতে উঠাইব এজন্য আমি সাইন দেই আর সুদের ভয়াবহতা তাকে বলছি কিন্তু সে আমার সাথে এমন করল শায়খ আমার প্রস্নের উওর দিবেন দয়া করে??

1 Answer

0 votes
by (570,960 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী তালাকের নিয়তে এসব বললে তালাক হবে। নতুবা তালাক হবে না ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1049

আপনি আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন।সে কোন নিয়তে এইসব কথা বলেছে। যদি সে তালাকের নিয়তে এইসব কথা বলে থাকে, তাহলে এক তালাক হয়ে যাবে। কিন্তু যদি সে তালাকের নিয়তে না বলে, তাহলে কোনো তালাক হবে না।

আপনি আপনার স্বামকে হেকমত ও নরম ভাষায় বুঝাতে থাকুন। আল্লাহ তা'আলা বলেনঃ 
ﺍﺩْﻉُ ﺇِﻟِﻰ ﺳَﺒِﻴﻞِ ﺭَﺑِّﻚَ ﺑِﺎﻟْﺤِﻜْﻤَﺔِ ﻭَﺍﻟْﻤَﻮْﻋِﻈَﺔِ ﺍﻟْﺤَﺴَﻨَﺔِ ﻭَﺟَﺎﺩِﻟْﻬُﻢ ﺑِﺎﻟَّﺘِﻲ ﻫِﻲَ ﺃَﺣْﺴَﻦُ ﺇِﻥَّ ﺭَﺑَّﻚَ ﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﻤَﻦ ﺿَﻞَّ ﻋَﻦ ﺳَﺒِﻴﻠِﻪِ ﻭَﻫُﻮَ ﺃَﻋْﻠَﻢُ ﺑِﺎﻟْﻤُﻬْﺘَﺪِﻳﻦَ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন হেকমত তথা জ্ঞানের কথা বুঝিয়ে ও নরমভাবে উপদেশ শুনিয়ে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে।(সূরা নাহল-১২৫)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/100377


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...