আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
119 views
in সালাত(Prayer) by (6 points)
আমার নানু বসে বা দাড়িয়ে নামাজ পড়তে পারেন না। সেক্ষেত্রে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন এবং সিজদা করেন একটা টেবিলের উপরে। যে চেয়ারে বসে তার সামনে একটা ছোট টেবিল রেখে সেখানে সিজদা করে নামাজ পড়ার সময়। এভাবে নামাজ পড়লে কি নামাজ হবে?

1 Answer

0 votes
by (606,750 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চেয়ারে বসে নামায পড়ার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/10313

চেয়ারে বসে নামায পড়া কালিন উত্তম পদ্ধতি হল, মাথা ঝুকিয়ে ইশারার মাধ্যমে নামায আদায় করে নেয়া। তবে হ্যা, টেবিলটি যদি এতটুকু উঁচু হয়, যার উপর সেজদা করার সময় রুকু অপেক্ষা মাথা বেশি ঝুঁকাতে হয় , তাহলে এর উপর সেজদা করা যাবে, অন্যথায় নয় । 

 وفي الاصل ، 1/ 191 باب صلاة المريض في الفريضة ( ط. الاحرار) قال: قلت ارأيت المريض الذي لا يستطيع أن يركع ولا يسجد أيسجد على عود أو قصبة أو وسادة ترفع إليه ؟ قال : أكره له ذلك . قلت فإن رفع إليه فسجد عليه من غير أن يومئ ايماء ؟ قال لاتجزيه صلاته ، قلت : فإن كان يخفف رأسه بالسجود ثم يقرب العود منه ، فليزقه بأنفه و جبهته ، حتى فرغ من صلاته ؟ قال : صلاته تامة . انتهى
وفي الهداية مع فتح القدير 2/ 3 باب صلاة المريض ( ط التهانوية ديوبند) قال : اذا عجز المريض عن القيام صلى قاعدا يركع و يسجد فإن لم يستطع الركوع و السجود أومأ إيماء يعنى قاعدا و جعل سجوده أخفض من ركوعه ولا يرفع إلى وجهه شيئا يسجد عليه ….. فإن فعل ذالك وهو يخفض رأسه أجزأه لوجود الإيماء ، فإن وضع ذالك على جبهته لايجزئه لانعدامه ،
و في الدر المختار مع رد المحتار 2/ 685 باب صلاة المريض ( ط. الازهر ) قال : ….. و يجعل سجوده أخفض من ركوعه لزوما و لا يرفع إلى و جهه شيشا يسجد ، فإنه يكره تحريما فإن فعل وهو يخفض برأسه لسجوده أكثر من ركوعه صح على أنه إيماء لاسجود ، إلا أن يجد قوة الأرض و إلا يخفض لا يصح لعدم الإيماء ،
قال ابن عابدين رح تحت قوله ( فإنه يكره تحريما) هذا محمول على ما إذا كان يحمل إلى وجهه شيئا يسجد عليه ، انتهى


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...